চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে গলাটিপে শিশুহত্যা

উখিয়া সংবাদদাতা

২৪ ফেব্রুয়ারি, ২০২০ | ১০:৪৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক শিশুকে গলাটিপে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ওই শিশুর নাম হাফছা খানম। সে ক্যাম্প-১৫ এর আনোয়ার হোসেনের মেয়ে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফরমিলা আক্তার (২২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে ক্যাম্প পুলিশ। তিনি একই ক্যাম্পের হোসেন আহমদের স্ত্রী বলে জানা গেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাজনিমারখোলা ক্যাম্প-১৫ এ ঘটনাটি ঘটেছে।

তাজনিমারখোলা ক্যাম্প পুলিশ ফাড়িঁর ইনচার্জ মনজুরুল কাদের সত্যতা স্বীকার করে বলেন, একদল সন্ত্রাসী স্বর্ণের লোভে শিশুটি অপহরণ করে তাদের আস্তানায় নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা ওই শিশুকে গলা টিপে হত্যা করে তার গলায় ও কানে থাকা স্বর্ণগুলো নিয়ে যায়। পরে রবিবার গভীর রাতে রোহিঙ্গাদের সহযোগিতায় ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে স্বর্ণ ও শিশুটির লাশ উদ্ধার করা হয়। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্বকোণ/কায়সার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট