চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অবৈধভাবে নৌ চলাচল : ১২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:৫১ অপরাহ্ণ

নগরীর কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট থেকে নতুন ব্রিজ এলাকা পর্যন্ত কর্ণফুলী নদীতে অবৈধ নৌযানসমূহের বিরুদ্ধে কোস্টগার্ড ও নৌ-পরিবহন অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করা হয়। নদীতে অবৈধভাবে কাগজপত্রবিহীন চলাচল ও কাগজপত্র হালনাগাদ না করার অভিযোগে নৌ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

অভিযানে ১৬টি নৌযানকে তল্লাশি করে ১২ লাখ টাকা জরিমানাসহ বিভিন্ন মেয়াদে ১৬ জনকে কারাদণ্ড দেয়া হয়। জরিমানা ও দণ্ডপ্রাপ্ত নৌযানগুলো হল- এমভি শাহিন ৭০০০০, এমভি মায়ের আশির্বাদ ৬০০০০, এমভি আল্লাহ ভরসা ৮০০০০, এমভি আয়ুব মহিউদ্দীন ৭০০০০, এমভি শাহজি খাজা ৫০০০০, এমভি মায়ের দোয়া ৭০০০০, এমভি মায়ের দোয়া ৭০০০০, এমভি আল্লাহর দান ৭০০০০, এমভি নাভানা ৪০০০০, এমভি আল মোয়াজ ৭০০০০, এমভি রহমান ৩৭০০০০, এমভি সজিব ৬০০০০, এমভি বিসমিল্লাহ ৬০০০০, এমভি ফুয়াদ ৪০০০০, এমভি তামরা ২৮০০০০, এমভি নাফিস এন্ড নওফেল ১৪০০০০।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট