চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সভা

২৪ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির দ্বিবার্ষিক সাধারণ সভা গত ২২ ফেব্রুয়ারি টিআইসি গ্যালারিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। সিপিএস সভাপতি মাইনুল আনাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৃতিপ্রেমী, চা গবেষক ও প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী। বিশেষ অতিথি ছিলেন সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক সভাপতি শিল্পী মউদুদুল আলম এবং ফটোসাংবাদিক দেবপ্রসাদ দাস দেবু। শুরুতে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সোসাইটির সহ-সভাপতি অনুজ কুমার বড়–য়া। সাধারণ সম্পাদক অধ্যাপক আহমেদ রাসেলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও আজীবন সদস্য ডা. ইব্রাহিম মোহাম্মদ ইকবাল, সহ-সভাপতি বাসব শীল, আজীবন সদস্য প্রকৌশলী সোলেমান সাইমন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ প্রমুখ। সাধারণ সভায় অনুজ কুমার বড়–য়া ২০১৮-২০১৯ কার্যনির্বাহী পরিষদের পক্ষে ইসি মিটিং এর আনীত গঠনতন্ত্রের ৩টি বিষয়ে সংশোধনীর জন্য প্রস্তাব উত্থাপন করলে তা উপস্থিত সদস্যদের হা ভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। সভায় দু’বছরে আজীবন সদস্যদের সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট এবং বেসিক কোর্সে অংশগ্রহণকারী নবীন আলোকচিত্রীদের সার্টিফিকেট প্রদান করা হয়। সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন আহমেদ রাসেল ও অর্থ সম্পাদকের অনুপস্থিতিতে আয়-ব্যয়ের হিসাব বিবরণী পেশ করেন অনুজ কুমার বড়–য়া। সভায় ইসি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত নির্বাচন কমিশনার সিনিয়র ফটোসাংবাদিক দেবপ্রসাদ দাস দেবুকে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করা হয় এবং নির্বাচন কার্যক্রম শুরু করে অতি অল্পসময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য অনুরোধ জ্ঞাপন করেন বিলুপ্ত ইসি কমিটির সদস্যবৃন্দ।সভার প্রারম্ভে সিপিএস এর প্রতিষ্ঠালগ্ন থেকে যেসব প্রয়াত সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করে আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট