চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেটের ফাইনালে নাসিরাবাদ

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:১০ পূর্বাহ্ণ

প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে উঠেছে নাসিরাবাদ গভ. হাই স্কুল। গতকাল সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় নাসিরাবাদ গভ. হাই স্কুল ৫০ রানে কাট্টলী নুরুল হক চৌধুরী হাই স্কুলকে হারিয়ে এ যোগ্যতা অর্জন করেছে। সংক্ষিপ্ত স্কোর: নাসিরাবাদ: ১৫৩/১০/৪৮ ওভার ও কাট্টলী নুরুল হক: ১০৩/১০/৪৩ ওভার। টসে জিতে আগে ব্যাট করা নাসিরাবাদ গভ. হাই স্কুলের ইনিংসে আল আমিন সর্বোচ্চ ৪৩ রান করেন। তার ইনিংসে ৩টি চারের মার ছিল। অন্যান্যের মধ্যে হৃদয় হোসেন ১৯ (১চার), রিফাতুর ১৩ (১চার), ফারদিন ১২ (২চার) ও বিশপ ১০ রান করেন। অতিরিক্ত ছিল ২০ রান। কাট্টলী নুরুল হক স্কুলের সামিউল ৩৫ রানে ৩টি এবং নঈমউদ্দিন ১৮, অবিদুল ৩০ ও মেহেদি ৩৬ রানে ২টি করে উইকেট নেন। এছাড়া রবিউল ১৬ রানে ১ উইকেট পান। কাট্টলী নুরুল হক স্কুলের আবির দাস ৪৭ (৬চার), রবিউল ২৩ (২চার) ও ইমন ১৫ (২চার) রান করেন। অতিরিক্ত ১২ রান যোগ হয়। নাসিরাবাদের ফারদিন নুর ১৯ রানে ৩টি এবং আফসান ১৫ ও হৃদয় ২৭ রানে ২টি করে উইকেট নেন। এছাড়া রহমতউল্লাহ ১৫ রানে ১ উইকেট নেন। আজ ২য় সেমিফাইনালে সিপিএ হাই স্কুল ও কলেজিয়েট স্কুল মুখোমুখি হবে। উল্লেখ্য এ সেমিতে সানসাইন গ্রামার স্কুলের খেলার কথা থাকলেও তাদের বিরুদ্ধে অবৈধ ক্রিকেটার খেলানোর অভিযোগ এনে আপত্তি দাখিল করে কলেজিয়েট স্কল। বিষয়টি সন্দেহাতীত ভাবে প্রমানিত হলে কলেজিয়েট স্কুলকে বিজয়ী ঘোষণা করা হয়। ফাইনাল হবে ২৬ ফেব্রুয়ারী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট