চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

চবিতে সাংবাদিক হেনস্থা: সেই ছাত্রলীগ কর্মী বহিষ্কার

চবি সংবাদদাতা

২৩ ফেব্রুয়ারি, ২০২০ | ২:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ কর্মী জুনায়েদ হোসেন জয়কে সাংবাদিক হেনস্থার অভিযোগে তিন মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে অভিযুক্ত জয়কে শাখা ছাত্রলীগ থেকেও সাময়িক বহিষ্কার করা হয়।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর এস এম মনিরুল হাসান। তিনি বলেন, বহিষ্কারের আদেশ আজ থেকে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সহনশীল হওয়া উচিত। একে অন্যের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। এর আগে লাঞ্ছনার ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে  ১২ ফেব্রুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) পক্ষ থেকে তিন দিনের সময় দিয়ে প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হলে অভিযুক্তকে শোকজ করা হয়। একইদিন অভিযুক্ত জয়কে শাখা ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, ভুক্তভোগী সাংবাদিক জোবায়ের চৌধুরী দৈনিক বণিক বার্তার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও চবিসাস’র সাধারণ সম্পাদক। অভিযুক্ত জুনায়েদ হোসেন জয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট