চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আইনজীবী সমন্বয় পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাদের সভায় মেয়র

আত্মঘাতী কর্মকা- থেকে সরে আসুন

২৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনের কথা উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বঙ্গবন্ধু আদর্শের বিশ^াসী কর্মীদের মধ্যে পরস্পর আত্মঘাতিমূলক কর্মকা- থেকে সরিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। সিটি কর্পোরেশন কেবি আবদুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট সৈয়দ মোকতার আহমদ। সভায় বক্তব্য রাখেন সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম জেলা পিপি এডভোকেট এ.কিউ.এম সিরাজুল ইসলাম চৌধুরী, জিপি নাজমুল আহসান খান আলমগীর, মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বার’র সাবেক সভাপতি মুজিবুল হক প্রমুখ। সভা পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট আয়ুব খান। এ সময় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
এছাড়া প্রিমিয়ার ইংলিশ স্কুল চিটাগাং বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র। এসময় বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, কারাতে ফেডারেশন সহ সভাপতি শাহজাদা আলম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পরিচালক ওয়াহিদুল আলম, শেঠ গ্রুপ পরিচালক সারিস্তা নূর প্রমুখ। সিটি মেয়র বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট