চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি সিএসই বিভাগের বরণ ও বিদায় অনুষ্ঠান

২৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:১৯ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শনিবার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক নুরুল আবছারের সভাপতিত্বে বিজিসি বিদ্যানগরস্থ বঙ্গবন্ধু ফ্রিডম স্কয়ারে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আফরিন আহমদ হাসনাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাৎ হোসেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর আ. ন. ম. ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার, বক্তব্য রাখেন এলাইড কম্পিউটার স্ট্রীমস্ (এসিএস) এর ভিপি আমির খসরু, নবাগত ছাত্রছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন প্রত্যয় দাশ, বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাইনুল হক। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সাবরিনা জাহান মাইশা এবং ফারিহা ইফ্ফাত এর সঞ্চালনায় অনুষ্ঠানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রীদের তৈরী ১৫টি প্রজেক্ট প্রদর্শিত হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট