চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

চন্দনাইশ সাংবাদিকের সাথে নতুন ইউএনও’র মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

২৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:১৪ পূর্বাহ্ণ

উপজেলার নবাগত ইউএনও মো. ইমতিয়াজ হোসেনের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গত ২০ ফেব্রুয়ারি।
ইউএনও’র নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বাবলু, মাস্টার নুরুল আলম, এমএ মুছা, আবু তালেব আনছারী, মো. কমরুদ্দিন, এসএম মহিউদ্দিন, আবু মহসিন, মো. নুরুল আলম, মো. শাহাদত হোসেন, সৈকত দাশ ইমন, এমএ হামিদ, এসএম রাশেদ, মো. আমিনুল ইসলাম রুবেল, মো. কামরুল ইসলাম মোস্তাফা, মঈন উদ্দিন, জাকের হোসেন, আজিমুশ শানুল হক দস্তগীর, তৌফিক আলম চৌধুরী মো. ফায়জুল হক দস্তগীর প্রমুখ। উল্লেখ্য, মো. ইমতিয়াজ হোসেন ৩০তম ব্যাচে বিসিএস পাস করার পর ২০১২ সালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি জীবন শুরু করেন। দীর্ঘদিন সেখানে চাকরি করার পর ঢাকা কমিশনার কার্যালয়, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালীর সেনবাগে সহকারী কমিশনার (ভূমি), পরবর্তীতে লক্ষ্মীপুর কমলগঞ্জের নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শেষে চন্দনাইশে ২৫তম ইউএনও হিসেবে যোগদান করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করার পর ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় ¯œাতক ডিগ্রি লাভ করেন। তিনি ব্যক্তিগত জীবনে ১ সন্তানের জনক। ২ ভাই ১ বোনের মধ্যে তিনি সবার কনিষ্ঠ। তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মুক্তিযোদ্ধা মরহুম মোশারফ হোসেনের ছেলে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট