চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

রোয়াছড়িতে উন্নয়ন কাজের উদ্বোধনী সভায়

পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে নানামুখী কাজ করছে সরকার

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

২৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:১৪ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। পাহাড়ের প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারে আবাসিক বিদ্যালয় স্থাপনসহ সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার সকালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা কলেজের একাডেমিক ভবন উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সমাবেশে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকারের সময়ে পাহাড়ে যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে, যার সুফল এখন পার্বত্য এলাকার জনসাধারণ ভোগ করছে। এ সময় অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮০ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে রোয়াংছড়ি কলেজের চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে রোয়াংছড়ি কলেজের সংযোগ সড়ক ও ড্রেইনের কাজ, রোয়াংছড়ি উপজেলা কলেজের একাডেমিক ভবন ও হোস্টেল ভবন নির্মাণ কাজ, কচ্ছপতলী স্কুলের ছাত্রী নিবাসসহ বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, গীর্জা এবং স্কুলসহ প্রায় সাড়ে ৮ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর দেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে মন্ত্রীর সাথে জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, কাঞ্চনজয় তংচঙ্গ্যা, তিং তিং ম্যা, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্র্তা মেহেদি হাসান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো. আব্দুল আজিজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, বান্দরবান শিক্ষা প্রকৌশল অধিপ্তরের সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট