চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে আলোচনা সভায় বক্তারা

একুশ বাঙালির চেতনার বাতিঘর

মফস্বল ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:১৪ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন স্থানে একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে প্রভাতফেরী, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় বক্তারা বলেন, একুশ বাঙালির চেতনার বাতিঘর।
চকরিয়া: নিজস্ব সংবাদদাতা জানান, একুশের প্রথম প্রহরে চকরিয়া পৌর শহরের পুরাতন বিমানবন্দরস্থ কেন্দ্রীয় শহীদ বেদীতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সাংসদ জাফর আলম এমপি। এরপর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর নেতৃত্বে উপজেলা পরিষদ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরীর নেতৃত্বে পৌর প্রশাসন, চকরিয়া সার্কেলের এএসপি কাজী মো. মতিউল ইসলাম এবং ওসি মো. হাবিবুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশ। পরে উপজেলা প্রশাসনের উদ্যাগে শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. মতিউল ইসলাম, ওসি মো. হাবিবুর রহমান, চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
বাঁশখালী উপজেলা প্রশাসন: নিজস্ব সংবাদদাতা জানান, প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী, ওসি মো. রেজাউল করিম মজুমদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়–য়া, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ, কৃষি কর্মকর্তা আবু ছালেক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামলী দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম ও পৌরসভা যুবলীগের আহ্বায়ক হামিদ উল্লাহ।
দিঘিনালা: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা মো. উল্লাহ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী মো. কাশেম। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহর লাল চাকমা, কৃষি কর্মকর্তা উঙ্কার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম উবায়িদ, ওসি উত্তম চন্দ্র দেব, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দে, ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ইউআরসি মাঈন উদ্দিন প্রমুখ। তাছাড়াও উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, পিজেএসএস, গণতান্ত্রিক ইউপিডিএফ, মুক্তিযোদ্ধা সংসদ, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বোয়ালখালী উপজেলা প্রশাসন: নিজস্ব সংবাদদাতা জানান, প্রশাসনের উদ্যোগে একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম। একই দিনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।
চকরিয়া পূর্বকোণ পাঠক ফোরাম: নিজস্ব সংবাদদাতা জানান, ফোরামের উদ্যোগে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। ফোরামের সভাপতি আরাফাত হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, চকরিয়া কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, অধ্যাপক পদ্মলোচন বড়–য়া, অধ্যাপক একেএম সাহাবউদ্দিন, এডভোকেট ফয়জুল কবির, ফোরামের সহ-সভাপতি শাহাদাত হোসেন নাহিদ, যুগ্ম-সম্পাদক আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন জয়।
বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ: নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের উদ্যোগে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবদেন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, এসএম জহিরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মোকারম, রেজাউল করিম বাবুল, আবদুর রউফ, শফিকুল আলম, জহুরুল ইসলাম জহুর, চেয়ারম্যান কাজল দে, শফিউল আজম শেফু, মিজানুর রহমান সেলিম প্রমুখ।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া: নিজস্ব সংবাদদাতা জানান, পরিষদ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের উপজেলা সভাপতি রতন বরণ দাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশ, পৌর শাখার সাধারণ সম্পাদক সুনিপ দাশ সৌরভ, অনুকুল দাশ, লিটন কান্তি দাশ, কালু শুক্লা দাশ, তন্ময় বড়–য়া, সুমন ধর, টিকলু দাশ, সুজয় দাশ, অরুপ সুশীল প্রমুখ।
সৈয়দপুর এ নুর ব্লসম স্কুল: নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে প্রভাত ফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সেকান্দর আলম বাবর। বক্তব্য রাখেন মোজাম্মেল হক খান টিপু, মো. ফজলুল কবির, সুদীপ বড়–য়া, সেজোয়ান হোসেন ফয়সল, রীতা তালুকদার, মো. মহিউদ্দিন, ইমরান হোসেন, নাসরিন আকতার, নুরুল হুদা রেজভী, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট