চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

চন্দনাইশের বাজারে মিলছে বাঙ্গি

মো. দেলোয়ার হোসেন, চন্দনাইশ

২৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:১৪ পূর্বাহ্ণ

বসন্তের শুরুতেই চন্দনাইশের বাজারে বিক্রি হচ্ছে বাঙ্গির। কিন্তু এখনো প্রকৃতিতে শীতের আমেজ থাকায় দাম ও বিক্রি দুটিই কম বলে জানিয়েছেন বিক্রেতারা। এদিকে চুক্তি অনুযায়ী আগাম জাতের বাঙ্গি চাষিদের কাছ থেকে কিনে আড়তে এনে রেখে লোকসানের আশঙ্কায় দিন কাটাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা।
উল্লেখ্য, চন্দনাইশে খুব কম পরিমাণ জমিতে বাঙ্গি চাষ হয়ে থাকে। গরমকালের বাঙ্গি এখনো বাজারে আসেনি, সেগুলো মিলবে আরো দেড় মাস পর গ্রীষ্মকাল শুরু হলে। এখন যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো আগাম জাতের বাঙ্গি। সরেজমিনে দেখা গেছে, গত দুই সপ্তাহ ধরে চন্দনাইশে থানা বাজার, মৌলভী বাজার, ধামাইরহাট, বৈলতলী ইউনুচ মার্কেটসহ বিভিন্ন বাজারে বাঙ্গি বিক্রি হচ্ছে। উপজেলার বরমা সেনের চর এলাকা থেকে বাঙ্গি কিনে খুচরা বাজারে ভোক্তাদের কাছে বিক্রি করছেন ফল ব্যবসায়ীরা। খুচরা বাজারে প্রতিটি বাঙ্গি প্রকার ভেদে ৫০ থেকে ১শ টাকা দর হাঁকা হচ্ছে। গত ২০ ফেব্রুয়ারি সকালে চন্দনাইশ সদর বাজার থেকে বাঙ্গি কিনছিলেন এলাকার বাসিন্দা রোকন। তিনি বলেন, ‘বসন্তের শুরু হলেও এখনো শীত পড়ছে। এ সময় বাঙ্গি পাওয়া যাচ্ছে, এটাও ভাবতে অবাক লাগছে। তবে ছেলে-মেয়েরা বাঙ্গি খুব পছন্দ করে বলে কিনলাম।

বিক্রেতা রফিক বলেন, অন্য বছরের চেয়ে অনেক আগেই এবার বাজারে বাঙ্গি এসেছে। আগাম জাতের বাঙ্গি চাষ করেছেন অনেক চাষি। তিনিও লাভের আশায় পাইকারি কিনে খুচরা বিক্রি করছেন। তবে শীত থাকায় বিক্রি কম হচ্ছে বলে জানালেন তিনি। গরম পড়লে বাঙ্গি বিক্রি বেশি হবে বলে আশা করছেন তিনি। তিনি আরো বলেন, আগাম বিভিন্ন জাতের বাঙ্গি বাজারে উঠতে শুরু করেছে। এ অঞ্চলে গরম শুরু হলে বাঙ্গির ব্যাপক চাহিদা থাকবে। তবে এবার আবহাওয়া অন্যরকম থাকায় ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়তে পারেন বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট