চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

৪০ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে লায়ন্স ক্লাবের বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:৫৬ পূর্বাহ্ণ

প্রতিবছরের ন্যায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে লায়ন্স ক্লাব। গতকাল শনিবার লায়ন্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের প্রত্যেকের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। লায়ন্স স্কলারশিপের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, চুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত চল্লিশ জন শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩১৫ বি ৪ এর সাবেক গভর্নর এবং স্কলারশিপ ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মোস্তাক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি ৪ এর জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর নাসির উদ্দিন চৌধুরী, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর আল সাদাত দোভাষ, প্রাক্তন জেলা গভর্নর এম এ মালেক, এ কাইয়ুম চৌধুরী, ইঞ্জিনিয়ার এম আই খান, শফিউর রহমান, নাজমুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে গর্ভণর লায়ন কামরুন মালেক বলেছেন, পৃথিবীটাকে বাসযোগ্য রাখার জন্য লায়ন সদস্যরা বিশ্বব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পৃথিবীর সর্ববৃহৎ এই সেবা সংগঠনের চৌদ্দ লাখেরও বেশি সদস্য পৃথিবীর নানা প্রান্তে কাজ করছেন। যেভাবে চট্টগ্রামে প্রায় তিন হাজার সদস্য বিভিন্ন সেবামুলক কার্যক্রমের সাথে জড়িত। এরই অংশ হিসেবে আজ নগরীর জাকির হোসেন রোডস্থ লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে লায়ন্স স্কলারশিপের আওতায় হতদরিদ্র চল্লিশ জন মেধাবী ছাত্র ছাত্রীকে বৃত্তির টাকা প্রদান করা হয়। লায়ন্স স্কলারশিপের আওতায় গত তিন বছর ধরে দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র অথচ তুমুল মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. মঞ্জুরুল হাসান, বিশ^ নাথ রায়, মো. ইয়াছিন হামজা, সারা জাইমা শওকত। লায়ন জাফরুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে লায়ন শফিউর রহমান, সাবেক সেকেন্ড ভাইস গভর্নর লায়ন এস এম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট