চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সভায় বক্তারা

অন্যায়-অবিচারের বিরুদ্ধে ভাষা শহীদগণ জাতির প্রেরণার উৎস

পূর্বকোণ ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:১৩ পূর্বাহ্ণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির আলোচনা সভায় বক্তারা বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে ভাষা শহীদগণ জাতির প্রেরণার উৎস।
মহানগর বিএনপি : চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, অধিকার আদায় এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে ভাষা শহীদগণ আমাদের প্রেরণার উৎস। তিনি গত ২১ ফেব্রুয়ারি মহানগর বিএনপির প্রভাতফেরীর মাধ্যমে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন। তিনি আরো বলেন, একুশের চেতনার উত্তরাধিকারী হয়ে এদেশের সংগ্রামী মানুষকে সাথে নিয়ে আমরা স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা ও মৃতপ্রায় গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে অতি শিগগির বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করবোই। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, নাজিমুর রহমান, নিয়াজ মো. খান, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, ইস্কান্দার মির্জা, ইয়াসিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, কাউন্সিলর আবুল হাশেম, জাহাঙ্গীর আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জু, মো. কামরুল ইসলাম, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিনসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মহানগর জাতীয় পার্টির : মহানগর জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতীয়

পার্টির প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. এয়াকুব হোসেন এর নেতৃত্বে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি মো. ছালামত আলী, আবু জাফর মাহমুদ কামাল, মো. আলী, ছগির আহমদ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী এমরান চৌধুরী, দপ্তর সম্পাদক ছবির আহম্মদ, প্রচার সম্পাদক কাজী ফজলে হাছান শাহীন, শ্রমিক পার্টির আহ্বায়ক হারুন অর রশিদ, কেন্দ্রীয় ছাত্র সমাজের সহ সভাপতি এরশাদুল হক সিদ্দিকী, রাশেদুল হক খোকন, জাহাঙ্গীর সেলিম, চকবাজার থানা জাপার আহ্বায় মাজেদুল হক, সদস্য সচিব সমীর সরকার, জাহেদুল আলম বাচ্চু, বেলাল হোসেন, মো: নাসির, এম.এ.মান্নান, মো: খোন্দকার, মোশারফ হোসেন, এইচ এম স¤্রাট, আবদুল কাদের, আবদুল হালিম প্রমুখ।

প্রিমিয়ার ইউনিভার্সিটি : নগরীর জিইসি মোড়স্থ প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার পর ইউনিভার্সিটির কর্মকর্তা-কর্মচারি, গণিত বিভাগ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইংরেজি বিভাগ, ব্যবসা-শিক্ষা অনুষদ, আইন বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, স্থাপত্য বিভাগ, অর্থনীতি বিভাগ, সোস্যালজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগ, প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, অ্যালামনাই এসোসিয়েশন অব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স কর্তৃক পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, ব্যবসা-শিক্ষা অনুষদের প্রফেসর অমল ভূষণ নাগ, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন মঈনুল হক, গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান প্রমুখ।

রিহ্যাব : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) আলহাজ্ব ইঞ্জি. দিদারুল হক চৌধুরী, রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (২) মাহবুব সোবহান জালাল তানভীর, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য মিজানুর রহমান, মোরশেদুল হাসান, নাজিম উদ্দিন, ইঞ্জি. শেখ নিজাম উদ্দিন, মিসেস শারিস্থ বিনতে নূর, রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সদস্য এ এস এম আবদুল গাফফার মিয়াজী, আশিষ রয় চৌধুরী প্রমুখ।

চট্টগ্রাম শিশু একাডেমি : মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস-২০২০ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় একাডেমি কার্যালয়ে শহীদ মিনারের প্রতিকৃতিতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানার নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ, সকাল পৌণে ৯টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান। সকাল ১০টা থেকে অনুষ্টিত হয় ক, খ ও গ গ্রুপে শিশুদের ‘চিত্রাংকন’ প্রতিযোগিতা। সকাল সাড়ে ১০টা থেকে অনুষ্টিত হয় ক ও খ গ্রুপে শিশুদের ‘হাতের সুন্দর লিখা’ প্রতিযোগিতা। শিশু প্রতিনিধি শায়লা শারমীনের সভাপতিত্বে ও একাডেমির প্রশিক্ষক তানভীরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক নাসের রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সংবাদ সংস্থা এন.এন.বি’র চট্টগ্রাম প্রধান সাংবাদিক রনজিত কুমার শীল। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তাহমিনা শারমীন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জিল্লুর রহমান।

এম.এ. লতিফ এমপি : শহীদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে সকালে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে এম এ লতিফ এমপি চট্টগ্রাম মহানগরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। আগ্রবাদস্থ পুরাতন চেম্বার হাউস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ’র শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক মিয়া,মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হক এটলি, ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহম্মদ,প্রবীণ আওয়ামীলীগ নেতা আওয়ামীলীগ মনোনীত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আতাউল্ল্যাহ চৌধূরী, ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ সভাপতি সালেহ আহম্মেদ চৌধুরী,সাধারন সম্পাদক নুরুল আলম,সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলমগীর হাসান,৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সভাপতি আলহাজ্ব আবদুল বারেক সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদ ও সাংগঠনিক সম্পাদক মো.আলী আকবর ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সাবেক কাউন্সিলর মো. আসলাম, সাধারণ সম্পাদক শফিউল আলম ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৭নং ওয়ার্ড আওয়ামীলীগ’র ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ,৩৬ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, ৩০নং ওয়ার্ড যুবলীগ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ ৪০ নং ওয়ার্ড যুবলীগ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, লবন শ্রমিকলীগের সভাপতি আব্দুল মতিন মাষ্টার, সহ সভাপতি মো. ফারুক মোল্লা, বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইমাম হোসেন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট