চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফিশিং ট্রলার ডুবি : ২ জনের লাশ উদ্ধার

বাঁশখালী সংবাদদাতা

২২ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়া দরবারের বার্ষিক ওরশ শরীফ যাওয়ার পথে বাঁশখালীর গ-ামারা খাটখালী সাগর মোহনায় ফিশিং ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তিন জনের মধ্যে দু’জনের লাশ উদ্ধার হয়েছে। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) গণ্ডামারা খাটখালী মোহনায় দূরবর্তী সাগর থেকে ভাসমান অবস্থায় জেলেরা জালাল উদ্দিন (৫২) লাশ উদ্ধার করে। একই ঘটনায় গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) খানখানাবাদের হাছিয়া পাড়ার চর থেকে লেদু মিয়ার লাশ উদ্ধার করে স্থানীয়রা। খানখানবাদ ইউনিয়নের বিবি চৌধুরী স্কুলের দশম শ্রেণির ছাত্র আরমানের লাশ এখনো নিখোঁজ রয়েছে।

ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরমানের পিতা হাসান শরীফ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করেছেন। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণ্ডামারা খাটখালী মোহনায় হারুনের মালিকানাধীন ফিশিং ট্রলার ডুবে যায়। এতে তিন ব্যক্তি নিখোঁজ হয়।

ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদা বেগম জানান, খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের শনিবার জালাল উদ্দিনের লাশ সাগর থেকে উদ্ধার হয়েছে। শুক্রবার লেদু মিয়ার লাশ উদ্ধার হয়।

খানখানাবাদ ইউপি চেয়ারম্যান মো. বদরউদ্দিন চৌধুরী বলেন, কুতুবদিয়া দরবার শরীফ যাওয়ার পথে গত বুধবার ফিশিং ট্রলার ডুবির ঘটনাায় খানখানাবাদ ইউনিয়নের ৩ ব্যক্তি নিখোঁজ ছিল, তাদের মধ্যে লেদু মিয়ার ও জালাল উদ্দিনের লাশ পাওয়া গেছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রেজাউল করিম মজুমদার বলেন, জলকদরখালে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় বুধবারে ৩ জনের মধ্যে জালাল উদ্দিন ও লেদু মিয়ার লাশ উদ্ধার হয়েছে।

 

পূর্বকোণ/অনুপম-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট