চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

অভিষেক অনুষ্ঠানে ড. আহমদ কায়কাউস

গৌরবময় ঐতিহ্যের ধারক চট্টগ্রাম সমিতি, ঢাকা

২১ ফেব্রুয়ারি, ২০২০ | ৮:৪৪ অপরাহ্ণ

শতবর্ষের প্রতিষ্ঠিত চট্টগ্রাম সমিতি ঢাকার কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, চট্টগ্রাম সমিতি-ঢাকা তার কর্মকা-ে এক গৌরবময় ঐতিহ্যের ধারক হিসেবে ভূমিকা রেখে চলেছে। বিভিন্ন সাংস্কৃতিক, ক্রীড়াসহ আঞ্চলিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যকে যেভাবে তুলে ধরেছেÑ তা সত্যিই প্রশংসনীয়। তিনি নবনির্বাচিত কমিটি আগামীতে সমিতির কর্মকান্ডকে আরো বেগবান করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সমিতির (২০২০-২১) মেয়াদের নবনির্বাচিত সদস্যদের সার্বিক সাফল্য কামনা করেন।

গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অভিষেক কমিটির আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব মো. আবদুল করিম। সাবেক সা. সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সচিব বেগম মাফরুহা সুলতানা ও সহসভাপতি মো. গিয়াস উদ্দীন খান। উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব মো. দিদারুল আনোয়ার, সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, সাবেক সভাপতি আবু আলম চৌধুরী ও রেজাউল হক চৌধুরী মুশতাক। এ উপলক্ষে সমিতির মুখপত্র চট্টলশিখার ‘অভিষেক’ সংখ্যা প্রকাশিত হয়। শেষে সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মোস্তাফা কামাল চৌধুরী শানুর উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন তৃষা, সাব্বির, শেফালী, বিমল চন্দ্র বিশ্বাস, কামার উদ্দিন আরমান, কানিজ ফাতেমা টিলটি প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট