চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মনোনয়নপত্র নিলেন রেজাউল শাহাদাত সোলায়মান শেঠ

চসিক নির্বাচন আ. লীগে অনেক বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:২৩ অপরাহ্ণ

কাউন্সিলর পদে দলীয় প্রার্থী ঘোষণার পর ‘বিদ্রোহী’ প্রার্থীর সংখ্যা বাড়ছে আওয়ামী লীগে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন ওয়ার্ডে দলীয় প্রার্থী ছাড়াও একাধিক সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। অথচ বিদ্রোহী প্রার্থিতায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দলীয় প্রধান।

গত বুধবার সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে দলীয় প্রার্থিতা ঘোষণা করে আওয়ামী লীগ। দলীয় প্রার্থী ঘোষণার পর গতকাল নির্বাচন কমিশনের মনোনয়নপত্র নিয়েছেন অনেক দলীয় প্রার্থী। এছাড়াও দলের মনোনয়নবঞ্চিত একাধিক প্রার্থীও মনোনয়নপত্র নিয়েছেন।
রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান জানান- গতকাল মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে ৯৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে মেয়র পদে তিন জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৭৮টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।
মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী, বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন ও জাতীয় পার্টি প্রার্থী সোলায়মান আলম শেঠ।

সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছেন ১নং ওয়ার্ডে ফেরদৌস বেগম মুন্নী, ২নং ওয়ার্ডে সিরাজুন নুর বেগম ও মোবাশ্বেরা বেগম। ৩নং ওয়ার্ডে নাহিদা ইয়াছমিন। ৪নং ওয়ার্ডে সকিনা বেগম, ইসমত আরা জেরিন। ৬নং ওয়ার্ডে শাহীন আক্তার রোজী, শামীমা নাসরিন। ৭নং ওয়ার্ডে চৈতি বসু মল্লিক ও রুমকি সেনগুপ্ত। ৮নং ওয়ার্ডে নাছিমা হক সিদ্দিকা। ১০ নং ওয়ার্ডে জেসমিনা খানম। ১১নং ওয়ার্ডে কামরুন্নাহার লিজা। ১২নং ওয়ার্ডে ফারহানা হক ও আফরোজা জহুর (আফরোজা কালাম)। সাধারণ ওয়ার্ডে মনোনয়ন নিয়েছেন ১নং ওয়ার্ডে এ কে এম সরোয়ার জাহান, মোহাম্মদ হোসেন, ইকবাল হোসেন। ২নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আওয়ামী লীগের ফরিদ আহমদ চৌধুরী মনোনয়ন নিয়েছেন। এ ওয়ার্ডে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোহাম্মদ ইব্রাহীম মনোনয়নপত্র নিয়েছেন। এছাড়াও মো. আবুল কালাম আবু, মো. আনোয়ার হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ৩নং ওয়ার্ডে মনোনয়নপত্র নিয়েছেন ইলিয়াছ আহমদ লেদু। ৪ নং ওয়ার্ডে মনোনয়নপত্র নিয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান কাউন্সিলর মো. সাইফুদ্দিন খালেদ সাইফু, সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম, জামাল উদ্দিন। ৫নং ওয়ার্ডে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির জানে আলম জিকু ও মোহাম্মদ নাজমুল হক। ৬নং ওয়ার্ডে মনোনয়নপত্র নিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান কাউন্সিলর এম আশরাফুল আলম, সাবেক কাউন্সিলর মোহাম্মদ হাসান লিটন। ৭নং ওয়ার্ডে নিয়েছেন মাহবুবুর রহমান ও মো. মুছা। ৮ নং ওয়ার্ডে মনোনয়নপত্র নিয়েছেন ছাত্রলীগ নেতা মো. হাবিবুর রহমান তারেক ও মো. আবুল হাসান সুমন। ৯নং ওয়ার্ডে মনোনয়ন নিয়েছেন মো. ছালাম ও হাবিবুর রহমান চৌধুরী। ১২ নং ওয়ার্ডে মনোনয়ন নিয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. নুরুল আমিন, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, মো. সাইফুল আলম, মো. হোসেন, মো. এসকান্দর উল্লাহ। ১৩ নং ওয়ার্ডে মনোনয়ন নিয়েছেন মো. জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের মো. হোসেন মিন্টু, মো. আবদুল মতিন, যুবলীগের মো. নফেল আহমদ, খন্দকার আবদুল ওয়ারেছ, মো. বাদশা আলমগীর। ১৪নং ওয়ার্ডে মনোনয়নপত্র নিয়েছেন বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আবুল ফজল কবির মানিক। আওয়ামী লীগ দলীয় প্রার্থী ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল হাসনাত মো. বেলালকে। ১৫নং ওয়ার্ডে মনোনয়নপত্র নিয়েছেন মো. সালাউদ্দিন। ১৬নং ওয়ার্ডে মনোনয়ন নিয়েছেন যুবলীগের এ কে এম সালাউদ্দিন কাউসার, মো. জহিরুল ইসলাম (জিয়া)। ১৭নং ওয়ার্ডে মনোনয়ন নিয়েছেন মইনুল ইসলাম। ১৮নং ওয়ার্ডে মনোনয়ন নিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান কাউন্সিলর হারুন অর রশিদ, মো. আজিজুল হক মাসুম। ১৯ নং ওয়ার্ডে মো. মীর হোসেন, আবদুল মান্নান। ২০ নং ওয়ার্ডে মো. হাফিজুল ইসলাম মজুমদার (মিলন)। ২২ নং ওয়ার্ডে মো. আবদুল মালেক ও আওয়ামী লীগ প্রার্থী বর্তমান কাউন্সিলর মোহাম্মদ সলিম উল্লাহ। ২৪ নং ওয়ার্ডে নিয়েছেন এস এম ফরিদুল আলম। ২৫ নং ওয়ার্ডে মনোনয়ন নিয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবদুস সবুর লিটন, সাইদুল আলম। ২৭ নং ওয়ার্ডে মনোনয়ন নিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, আবদুর রহিম চৌধুরী। ২৮ নং ওয়ার্ডে মনোনয়ন নিয়েছেন মো. নরুদ্দীন সোহেল। ২৯ নং ওয়ার্ডে মনোনয়ন নিয়েছেন মো. আজিজুর রশিদ, মো. সাজ্জাদ হোসেন। ৩০ নং ওয়ার্ডে মনোনয়ন নিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আতাউল্লাহ ছৌধুরী। ৩১ নং ওয়ার্ডে মনোনয়ন নিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. আবদুস সালাম, মো. তারিক ইমতিয়াজ। ৩২নং ওয়ার্ডে মনোনয়ন নিয়েছেন মো. হাবিব উল্লাহ ও প্রকাশ দাশ।

৩৩ নং ওয়ার্ডে নিয়েছেন মো. মেজবাহ উদ্দিন মিন্টু ও আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন। ৩৪ নং ওয়ার্ডে নিয়েছেন নগর আওয়ামী লীগ নেতা দেবাশীষ গুহ (বুলবুল) ও আওয়ামী লীগ দলীয় প্রার্থী পুলক খাস্তগীর, যুবলীগের মো. দিদারুল আলম, সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হক। এছাড়াও বর্তমান কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালি মো. শফিকুল আলম, মোহাম্মদ সালাউদ্দিন মনোনয়ন নিয়েছেন। ৩৬ নং ওয়ার্ডে নিয়েছেন মো. হারুন, মো. সাকিব। ৩৭ নং ওয়ার্ডে মনোনয়ন নিয়েছেন মো. সাহাবুদ্দিন। ৩৮নং ওয়ার্ডে নিয়েছেন বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোহাম্মদ চৌধুরী ছাড়াও আওয়ামী লীগের মো. হাসান মুন্না, মো. সালাউদ্দিন, মো. বদিউল আলম। ৩৯ নং ওয়ার্ডে নিয়েছেন রোকন উদ্দিন মাসুদ খলিল, আবদুল মান্নান। ৪০নং ওয়ার্ডে নিয়েছেন মো. আবদুর রব। ৪১ নং ওয়ার্ডে মনোনয়নপত্র নিয়েছেন মো. ইসমাইল হোসেন ও মো. ইলিয়াস।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট