চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বায়ান্নের পথ ধরেই এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল : ইঞ্জিনিয়ার মোশাররফ

২১ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:০৭ অপরাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম পি বলেন, মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি

আদায়ের জন্য পৃথিবীর বুকে একমাত্র বাঙালি জাতিই রক্ত দিয়েছে। বায়ান্নের ভাষা আন্দোলনের মধ্যদিয়ে বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছিল।

একুশ আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়। একুশের শহীদের রক্তাক্ত পথ ধরে মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। তিনি একুশের চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে তরান্বিত করতে নতুন প্রজন্মকে আহবান জানান। অমর একুশ ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল ২০ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেট চত্বরে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। উত্তর জেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন শাহ্র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা অধ্যপক মো. মঈনুদ্দিন, এডভোকেট ফখরুদ্দিন চৌধুরী,মো. আবুল কালাম আজাদ, আলহাজ মো. জসিম উদ্দিন, এটিএম পেয়ারুল ইসলাম, নুরুল আনোয়ার চৌধুরী বাহার, পৌর মেয়র দেবাশীষ পালিত, মহিউদ্দিন বাবলু, স্বজন কুমার তালুকদার, মোহাম্মদ আলী শাহ, মাহবুবুর রহমান রুহেল, ইঞ্জনিয়ার মো. হারুন, ইদ্রিস আজগর, বেদারুল আলম চৌধুরী বেদার প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট