চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

অমর একুশে বাঙালির আত্মপরিচয়ের সাহসী ঠিকানা : ড. অনুপম সেন

২১ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:০৬ অপরাহ্ণ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম জেলা ও মহানগর শাখা আয়োজিত আলোচনা সভা ও ভাষা শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত সমাজ বিজ্ঞানী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠা ম-লীর সদস্য অধ্যাপক ড. অনুপম সেন বলেছেন, বায়ান্নের মহান একুশ বাঙালির আত্মপরিচয়ের সাহসী ঠিকানা। একুশের পথ ধরেই জাতির জনক বঙ্গবন্ধুর অসম সাহসী ও দুরদর্শী নেতৃত্বে স্বাধিকার-স্বাধীনতা আন্দোলন সর্বোপরি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির বিজয় অর্জিত হয়েছে। বিশ্বে বাঙালি একমাত্র জাতি যারা

মাতৃভাষায় কথা বলার অধিকার রক্ষায় জীবন দিয়েছে। বায়ান্ন’র একুশে ফ্রেব্রুয়ারি আজ বিশ্বব্যাপী সমাদৃত ও আন্দোলনের স্বীকৃতির দৃষ্টান্ত। এই স্বীকৃতির মাধ্যমে বাংলা ভাষার মর্যদা বৃদ্ধি পেয়েছে। একুশের জাগরণ বাঙালি জাতিস্বত্তা বিকাশের প্রথম সোপান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একটি জাতির অগ্রগতিতে তাঁর ভাষা, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির মুক্ত চর্চা করতে হবে। এসবের অন্তরায় হচ্ছে ধর্মীয় বিভাজন ও সাম্প্রদায়িকতা। তাই একুশের চেতনায় অসাম্প্রদায়িক শোষনহীন সমাজ ব্যবস্থা তথা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম’র জাগরণ গড়ে তুলতে হবে। তিনি গতকাল ২০ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব একথা বলেন। সংগঠনের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এড. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এএইচ এম জিয়াউদ্দিন, সেক্টর কমান্ডার্স ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, সিভাসুর অধ্যাপক ড. রাশেদুল আলম। আলোচনায় অংশ নেন সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক এডভোকেট বি কে বিশ্বাস, মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, মুক্তিযোদ্ধা গৌরি শংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা নুরুল আমিন, এড. ইফতেখার রাসেল প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট