চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

শফিউল বশর মাইজভা-ারীর খোশরোজ শরীফ সম্পন্ন

‘কোরআন-সুন্নাহর নির্দেশনায় চলে তরিকায়ে মাইজভা-ারী’

নিজস্ব সংবাদদাতা হ নাজিরহাট

২১ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:৫৯ অপরাহ্ণ

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে, শান্তিপূর্ণ পরিবেশে লাখো ভক্তের অংশগ্রহণে তরিকায়ে মাইজভা-ারীর দিকপাল শাহসূফি মাওলানা সৈয়দ শফিউল বশর মাইজভা-ারীর খোশরোজ শরীফ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদে আসর দরবারের শাহী ময়দানে খোশরোজ শরীফের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বয়ানে শাহসূফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাইজভা-ারী বলেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার একত্ববাদে বিশ্বাস করার জন্য। তাই আহমদ উল্লাহ মাইজভা-ারী ও গোলামুর রহমান মাইজভা-ারীর কাছ থেকে আমরা তরিকায়ে মাইজভা-ারী পেয়েছি। এই তরিকায়ে মাইজভা-ারী কোরআন সুন্নাহর আলোকে চলে। কোরআন সুন্নাহর মধ্যে যা আছে তাই তরিকায়ে মাইজভান্ডারীর মধ্যে আছে। উক্ত দুই মহাপুরুষ আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে ইসলাম প্রচার

করেছেন, কোরআন-সুন্নাহ প্রচার করেছেন। মনেরাখতে হবে আউলিয়াদের মরণে ভয় নেই, বিপদের ভয় নেই, রোগ-ব্যাধির ভয় নেই। আল্লাহ তাদের মুক্ত রেখেছেন দ্বীনের প্রচার, কোরআন সুন্নাহর প্রচার করতে। তিনি আরও বলেন, শাহসূফি শফিউল বশর মাইজভা-ারী হচ্ছেন আওলাদে রসুল। তিনি তরিকায়ে মাইজভা-ারীর রুপরেখা দিয়ে গেছেন। বয়ান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী।

মোনাজাতে শাহাজাদা সৈয়দ নুরুল বশর মাইজভা-ারীসহ ভক্তরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাইজভা-ার দরবারের আশেকানে মাইজভা-ারী এসোসিয়েশনের আয়োজনে গত (১৯ ফেব্রুয়ারি) হতে শুরু হওয়া দুই দিনব্যাপী খোশরোজে লাখো ভক্তের সমাগম হয়। প্রায় ৫ কি.মি. এলাকা জুড়ে খোশরোজ শরীফের আমেজ লক্ষ্য করা গেছে। পুলিশের পাশাপাশি মঞ্জিল কর্তৃক নিয়োজিত সেচ্ছাসেবক দল বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে ভক্তদের সহায়তা করে।
জানতে চাইলে ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ বাবুল আখতার বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে খোশরোজ শরীফ সম্পন্ন হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনার খবর শোনা যায়নি। ভক্তরা স্বচ্ছন্দে দরবারে আসা-যাওয়া করতে পেরেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট