চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

রেজাউলকে সঙ্গে নিয়ে মহিউদ্দিনের বাসায় গেলেন মেয়র

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২০ | ৮:১৫ অপরাহ্ণ

নগরীর চশমা হিলে প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর বাসায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে সাথে নিয়ে গেলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে যান তারা। এ সময় মহিউদ্দিনপত্নী ও নগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন তাদের সাথে কুশল বিনিময় করেন।

দুই শীর্ষ নেতার সাথে নগর কমিটির সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও জহিরুল আলম দোভাষ ডলফিন, কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, আইন সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধরসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে রেজাউল করিম চৌধুরী নগরীর মেহেদীবাগে প্রয়াত আওয়ামী লীগ নেতা জহুর আহমদ চৌধুরীর কবর জিয়ারত করেন। তার সাথে নাছিরও ছিলেন। কবর জিয়ারতের পর দুই নেতা জহুর আহমদ চৌধুরীর বাসায় তার ছেলে নগর কমিটির সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সাথে দেখা করতে যান।

এরপর জহুর আহমদ চৌধুরীর বাসভবন থেকে বেরিয়ে যথাক্রমে প্রয়াত নেতা এম এ মান্নান, মহিউদ্দিন চৌধুরী, এম এ আজিজ, এম এ হান্নান, ইসহাক মিয়া, সিরাজুল হক মিয়া, আতাউর রহমান খান কায়সার এবং কাজী ইনামুল হক দানুর কবর জিয়ারতে যান মেয়র প্রার্থী রেজাউল। মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারতের সময়েও রেজাউলের সাথে ছিলেন নাছির।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট