চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ইফা’র

২০ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:০০ পূর্বাহ্ণ

ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম পাঁচলাইশ জোনের আওতাধীন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা ২০১৯ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ গত মঙ্গলবার প্রফেসর হুমায়ুন ইসলামিক একাডেমির অডিটোরিয়ামে সম্পন্ন হয়। পাঁচলাইশ জোনের ফিল্ড সুপারভাইজার হাফেজ ক্বারী আবু তেয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মুহাম্মদ আবু আহসান। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার ইসলামিক ফাউন্ডেশনের প্রতি খুবই আন্তরিক। প্রধানমন্ত্রী সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করতেছেন। শিক্ষকবৃন্দকে পাঠদানে আরো যতœশীল হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন শিক্ষক মানে আদর্শ, শিক্ষক কখনো তাঁর কর্তব্যে অবহেলা করতে পারেন না। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মনিরুজ্জামান, ফিল্ড অফিসার মুহাম্মদ ফয়েজ উল্লাহ, ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ জয়নাল আবেদীন এবং খোরশেদ আলম। মাওলানা নজরুল ইসলাম আশরাফীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মডেল কেয়ার টেকার হাফেজ নূর মোহাম্মদ, মাওলানা আলাউদ্দিন এবং মাওলানা মুহাম্মদ ইসমাইল প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট