চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মেয়র পদে মন্ত্রীপুত্রের মনোনয়নপত্র গ্রহণ

২০ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:৩৯ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশন নির্বাচনে গতকাল মেয়র সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে ৩৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুই করে এবং সাধারণ ওয়ার্ডে ৩২ জন মনোনয়নপত্র নিয়েছেন। রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান জানান, গতকাল বুধবার মেয়র, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন সাবেক বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র পুত্র আওয়ামী লীগের মুজিবুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২নং ওয়ার্ড থেকে মনোনয়ন নিয়েছেন অশ্রু চৌধুরী, ১২নং ওয়ার্ডে বিএনপির সাহিদা খানম।
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মো. সিরাজুল ইসলাম ও আহমদ নূর। ৩নং ওয়ার্ডে মো. আবুল কালাম। ৪নং ওয়ার্ডে মোহাম্মদ আনিসুর রহমান, মো. আমজাদ হোসেন। ৫নং ওয়ার্ডে মোহা. সামসেদ খোকন। ৭নং ওয়ার্ডে মো. শামীম। ৮নং ওয়ার্ডে মোহাম্মদ মহসীন, ৯নং ওয়ার্ডে আব্দুস সাত্তার সেলিম। ১১নং ওয়ার্ডে মো. ইসমাইল হোসেন, মো. নুরুল হুদা চৌধুরী। ১৩নং ওয়ার্ডে মো. মাহামুদুর রহমান ও মো. হায়দার হোসেন। ১৪নং ওয়ার্ডে আবদুল হালিম (শাহ আলম)। ১৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির এ কে এম আরিফুল ইসলাম (ডিউক)। ১৯নং ওয়ার্ডে মো. খলিল আহম্মদ। ২৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের মো. ইসকান্দর মির্জা। ২৮নং ওয়ার্ডে বিএনপির এস এম জামাল উদ্দীন জসিম ও মো. জিয়াউর রহমান, স্বতন্ত্র মো. মনির উল্লাহ এবং আওয়ামী লীগের আবদুর রহিম আরসেনি। ৩০নং ওয়ার্ডে মোহাম্মদ আদনানুল ইসলাম। ৩১নং ওয়ার্ডে মো. হানিফ ভূঞা। ৩২নং ওয়ার্ডে সুজিত সরকার ও সৌমিক বড়–য়া। ৩৮নং ওয়ার্ডে হাফিজুর রহমান সোহেল ও বিএনপির মো. আজম উদ্দিন। ৩৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের জিয়াউল হক সুমন। ৪০নং ওয়ার্ডে মো. জসিম উদ্দিন সওদাগর, মো. জয়নাল আবেদীন ও মো. মহিউদ্দিন। ৪১নং ওয়ার্ডে মো. ইছমাইল হোসেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট