চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সীতাকু-ে শিব চতুর্দশী মেলা শুরু হচ্ছে আজ

২০ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:৩৯ পূর্বাহ্ণ

সীতাকু- চন্দ্রনাথধামে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের শিবচতুর্দশী মেলা। পাহাড়ের চূড়ায় শম্ভুনাথ মন্দির ও চন্দ্রনাথ মন্দিরে মহাদেব দর্শন ও পূজা-অর্চ্চনা করে পুণ্য লাভের আশায় সারাদেশ থেকে তীর্থযাত্রীরা ইতোমধ্যে মেলায় আসতে শুরু করেছেন। এছাড়া ভারত, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও হিন্দু ধর্মাবলম্বীরা এই পুণ্য তিথিতে সীতাকু- চন্দনাথধামে আসেন। চতুর্দশী তিথিতে উপোস থেকে তীর্থযাত্রীরা শিব দর্শন করবেন। শিব পূজা ছাড়াও তীর্থভূমির মোহন্ত আস্তানায় অনুষ্ঠিত হবে ধর্মীয় আলোচনা, বৈদিক সম্মেলন, সেমিনার, সাধক-ঋষি-সন্ন্যাসি সম্মিলনসহ বেশ কিছু আয়োজন। এছাড়া ব্যাসকু-ে ¯œান-তর্পণ, বিরুপাক্ষ মন্দির ও শঙ্করমঠ দর্শন, পাঁচ কিলোমিটার দূরবর্তী

বাড়বকু- অগ্নিকু-ে ¯œান ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে তীর্থযাত্রীরা। এ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মহাদেব বাড়ি পর্যন্ত রাস্তার দুইপাশে বিশাল মেলা বসেছে। মেলায় এসেছে হরেক রকম পণ্য। বিশেষ করে বিভিন্ন হস্তশিল্প সবার দৃষ্টি কেড়েছে। মূল আয়োজন তিন দিনের হলেও মেলা চলবে ১৫ দিন ধরে। এ মেলায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই স্বতস্ফূর্তভাবে অংশহগ্রহণ করে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট