চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আমিরহাট ব্যবসায়ী সমিতি নির্বাচন

৭ পদের বিপরীতে ২৪টি মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব সংবাদদাতা, রাউজান

২০ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:২০ পূর্বাহ্ণ

রাউজান আমিরহাট বাজার ব্যবসায়ীদের নির্বাচনে ৭টি পদের বিপরীতে ২৪টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিভিন্ন পদের প্রার্থীরা। গত ১৬ ফেব্রুয়ারি রাতে তফসিল ঘোষণার পর নির্বাচনের আমেজ সৃষ্টি হয় বাজার জুড়ে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন অনুষ্ঠিত হবে ১ মার্চ। ভোটার সংখ্যা ২৫৯ জন। সভাপতি ও সম্পাদকসহ ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৭টি পদের বিপরীতে ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন সভাপতি পদে মাওলানা আলী সিদ্দিকী, আবু রাশেদ রিমন, নাসির উদ্দিন ইলিয়াছ, সহ-সভাপতি পদে জসিম মেম্বার, নুরুল আলম সওদাগর, সাধারণ সম্পাদক পদে আবদু রশীদ স্বপন, শেখ মো. জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন, মো. মনসুর আলম, সহ-সাধারন সম্পাদক পদে মো. বেলাল হাসান, এসএম আক্তার, মো. এমরান আলম, সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম মিন্টু, কল্লোল দেব, মো. মামুন মিয়া, শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক পদে সুজন সেন, সাইফুল ইসলাম, তসলিম উদ্দিন, জিয়াউল করিম, প্রচার সম্পাদক পদে মো. নুর উদ্দিন সুমন, ফরমান চৌধুরী ও মো. শাহাজান। উল্লেখ্য, প্রায় সাড়ে ৩শ বছর আগে পশ্চিম ডাবুয়ার জমিদার এডভোকেট আমির চৌধুরী বাজারটি প্রতিষ্ঠা করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট