চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে মাদকবিরোধী প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো

২০ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৩২ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের উদ্যোগে সে নো টু ড্রাগ নামক প্রামাণ্যচিত্র প্রিমিয়ার শো গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ার শো’র মাধ্যমে প্রামান্য চিত্রটির প্রদর্শনী উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। ইংরেজী বিভাগের ছাত্রী সামিলা সুলতানা শাওন এবং দুরদানা নওশীন এর সঞ্চালনায় প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আ.ন.ম ইউসুফ চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর রনজিত কুমার দে, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, প্রফেসর শাশ্বতী দাশ, রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার, ইংরেজী বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক খালেদ বিন চৌধুরী, অংকুর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রধান নির্বাহী মঞ্জুর হোসেন পিন্টু, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, সহকারী রেজিস্ট্রার অজয় মজুমদার, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ পাঠক ও শাওন গুহ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট