চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শিল্পকলার প্রতিষ্ঠাবার্ষিকীতে ড. অনুপম সেন

বঙ্গবন্ধু না হলে বাঙালি জাতি সংস্কৃতি চর্চার সুযোগ থেকে বঞ্চিত হতো

২০ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৩২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, একটি জাতি সুস্থভাবে গড়ে উঠতে হলে সংস্কৃতি চর্চা করতে হবে। সংস্কৃতির বিকাশ সাধনের স্বপ্ন নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। তিনি না হলে বাঙালি জাতি সংস্কৃতি চর্চার সুযোগ থেকে বঞ্চিত হতো। গতকাল বুধবার নগরীর এম.এম আলী রোডস্থ জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমির কার্যনিবাহী কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য কঙ্কন দাশের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, যুগ্ম সম্পাদক মইনুদ্দিন কোয়েল ও নির্বাহী সদস্য জেসমিন সুলতানা পারু। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির জেলা কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট