চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা প্রশাসনের নানা আয়োজন

১৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৩৮ পূর্বাহ্ণ

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ দিবসের প্রথম প্রহরে ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ। এ সময় সমগ্র জাতি বিনম্্র চিত্তে ভাষা শহীদদের স্মরণ করবে। অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা-সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। সকাল ৭টায় শহীদ মিনারের উদ্দেশ্যে স্ব-স্ব বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে প্রভাতফেরি। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে শুদ্ধ বানান, সুন্দর হাতের লেখা ও কুইজ প্রতিযোগিতা। সকাল ১১টায় জেলা শিশু একাডেমিতে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে স্মৃতিচারণ, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও রয়েছে শহীদ মিনার প্রাঙ্গণ ও আউটার স্টেডিয়ামে ভাষা আন্দোলন সংশ্লিষ্ট সংবাদ, আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী। শহীদদের রূহের মাগফেরাত কামনায় মসজিদ মন্দির গির্জা ও প্যাগোডায় দোয়া, মোনাজাত ও প্রার্থনা করা হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট