চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পোর্ট সিটি ভার্সিটি পরিদর্শনে নেপালের ইউজিসি চেয়ারম্যান

১৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৩৮ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি পরিদর্শন করেছেন নেপালের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. ভীম প্রসাদ সুবেদি। গত ১৮ ফেব্রুয়ারি ডা. ভীম বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে ব্রিফিং দেন। এতে উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান, কলা ও আইন অনুষদের ডিন মোহাম্মদ ইউনুস, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ এর কোঅর্ডিনেটর অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি দিলরুবা আক্তার।

বাংলাদেশ ও নেপালের শিক্ষাব্যবস্থা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কার্যাবলীসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও নেপালের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শ্রেণিকক্ষ, বিভিন্ন বিভাগের ল্যাব, লাইব্রেরি, আইটি, ক্যাফেটেরিয়াসহ পুরো ক্যাম্পাস পরিদর্শন করেন । পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেপালের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক ও উপহার প্রদান করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট