চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিজিএমইএ কাস্টসম এ্যাক্ট এন্ড ভ্যাট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

১৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:১২ পূর্বাহ্ণ

বিজিএমইএ’র উদ্যোগে এবং বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইনস্টিটিউটের তত্ত্বাবধানে দুইদিন ব্যাপী কাস্টসম এ্যাক্ট এন্ড ভ্যাট-২০ শীর্ষক কর্মশালা গতকাল মঙ্গলবার উদ্বোধন করা হয়। চট্টগ্রামস্থ বিজিএমইএ’র আঞ্চলিক কার্যালয়ে অনুুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম। মুখ্য আলোচক ও বিশেষ অতিথি ছিলেন কাস্টম হাউজের কমিশনার এম. ফখরুল আলম। প্রধান অতিথি বলেন, বাংলাদেশের পোশাক শিল্প বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে। বিশ্ব মন্দা সহ বিভিন্ন সমস্যার কারণে আর্ন্তজাতিক প্রতিযোগিতায় ক্রমেই বাংলাদেশের পোশাক শিল্প সক্ষমতা হারাচ্ছে। তিনি প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন বলেন, কাস্টমস ও ভ্যাট আইন ও বিধি বিধানসমূহ সম্পর্কে অনেক ক্ষেত্রে অস্পষ্ট ধারণার কারণে প্রক্রিয়া বিলম্বিত হয়।

সেজন্য সংশ্লিষ্ট বিধি-বিধানসমূহ ভালোভাবে জানা প্রয়োজন। সভায় বক্তব্য রাখেন বিজিএমইএ’র সহ-সভাপতি এ.এম চৌধুরী সেলিম, ভ্যাট ও ট্যাক্স কমিটির চেয়ারম্যান সাইফ উল্লাহ্্ মনসুর। সভায় আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ মুসা, অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আতিক, এনামুল আজিজ চৌধুরী, খন্দকার বেলায়েত হোসেন, কাস্টমস্্ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী, কো-চেয়ারম্যান কাজী মাহাবুব উদ্দিন জুয়েল, মীর্জা আকবর আলী চৌধুরী, মো. মহিউদ্দিন প্রমুখ। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যাক্স এন্ড ইনস্টিটিউটের সিইও শ্যামল চন্দ্র সরকার।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট