চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

অমর একুশে উপলক্ষে আইআইইউসি’র দিনব্যাপী অনুষ্ঠানমালা

১৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:১১ পূর্বাহ্ণ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর কে. এম গোলাম মহিউদ্দিন। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে একুশের প্রথম প্রহরে ক্যাম্পাসে নিজস্ব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৬টায় জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, ৯টায় একুশে শোভাযাত্রা, সাড়ে ৯টায় আলোচনা সভা এবং শহীদ স্মরণে দোয়া অনুষ্ঠান। আইআইইউসি’র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন আইআইইউসি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ। আলোচনায় অংশগ্রহণ করবেন আইআইইউসি’র কলা অনুষদের ডীন ড. মোহাম্মদ রিয়াজ মাহমুদ, রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অব.), ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাসরুরুল মাওলা। স্বাগতঃ বক্তব্য রাখবেন, স্টুডেন্ট এফেয়ার্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ। দিনব্যাপী অনুষ্ঠানমালার সকল কর্মসূচিতে আইআইইউসি’র সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট