চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিআরআরজি’র ‘ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অব পেইন ইন সিকেডি’ শীর্ষক সেমিনার

১৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:১০ পূর্বাহ্ণ

‘ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অব পেইন ইন সিকেডি’ শীর্ষক সেমিনার চিটাগাং রেনাল রিসার্চ গ্রুপ (সিআরআরজি) এর উদ্যোগে গত সোমবার চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

সেমিনারের কীনোট স্পিকার ছিলেন সিআরআরজি এর ক্লিনিক্যাল রিসার্চ কো-অর্ডিনেটর, চট্টগ্রাম মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত। অধ্যাপক ডা. এম এ কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অধ্যাপিকা ডা. দীপ্তি চৌধুরী।

আইএএইচএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এম এম এহতেশামুল হক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. নুরুল হুদা প্যানেল অব এক্সপার্ট হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ.কে.এম শামশুল আলম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রঞ্জন কুমার নাথ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. মো. ফয়েজুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. সত্যজিৎ রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. রতন কান্তি সাহা, ডা. সৈয়দ মাহাতাব উল ইসলাম, ডা. রফিকুল ইসলাম, ডা. রোজান্না বিনতে কামাল এবং পোস্ট গ্রাজুয়েট ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. মেরিনা আঞ্জুমান্দ। অনুষ্ঠান শেষে আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট