চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামমুখী সারাদেশের লেখক

আজ আসছেন পাঠকপ্রিয় লেখক সাদাত হোসাইন

অনুপম চৌধুরী

১৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৩:২৯ পূর্বাহ্ণ

‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়/যেথায় কোকিল ডাকে কুহু কুহু/দোয়েল ডাকে মুহু মুহু/নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়’ মেলায় প্রবেশ করতেই শুনলাম শাহনাজ রহমতুল্লাহ’র কণ্ঠে এই গান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে দ্বিতীয় বছরের মতো চলছে অমর একুশে বইমেলা। মেলায় চট্টগ্রামের পাশাপাশি ঢাকাসহ দেশের অনেক

প্রকাশনা সংস্থা তাদের স্টল নিয়ে এসেছেন। বর্তমানে চট্টগ্রামের প্রকাশনা সংস্থাগুলো আর পিছিয়ে নেই। ঢাকার অনেক প্রকাশনার চেয়েও ভালো মানের বই করছেন তারা। সেই সুবাদে রাজধানীতে বসেও অনেক জনপ্রিয় ধারার লেখক এবার চট্টগ্রাম থেকে বই প্রকাশ করেছেন। মেলা ঘুরে এবং লেখকদের সাথে যোগাযোগ করে জানা গেলোÑ ব্যক্তি যোগাযোগ, সামাজিক যোগাযোগ আর মানসম্পন্ন বই প্রকাশ করছেন বিধায় তারা বাণিজ্যিক রাজধানী থেকে বই প্রকাশ করছেন। এক সময় প্রকাশনা সংস্থায় এগিয়ে ছিল চট্টগ্রাম। সেই হারানো ঐতিহ্য আবারও ফিরে আসছে। গত দশকে বেশ ভালো ভালো প্রকাশনার জন্ম হয়েছে। তৎমধ্যেÑ বাতিঘর, বলাকা, শৈলী, চন্দ্রবিন্দু, খড়িমাটি, তৃতীয় চোখ, অক্ষরবৃত্ত, দাঁড়িকমা ইত্যাদি।

ঢাকার পরেই এতো বৃহৎ পরিসরের বইমেলা রয়েছে চট্টগ্রামে। অন্যান্য জেলায় বইমেলা হলেও এতো বড় পরিসরে বইমেলা আর হয় না। আবার অনেক জনপ্রিয় লেখক ঢাকার পাশাপাশি সারাদেশেও জনপ্রিয়। তারাও এই বইমেলায় আসছেন, আসবেন। ইতোমধ্যে গতকাল মঙ্গলবার থেকে শুরু হলো লেখক সম্মিলন। তিনদিনের এই সম্মিলন শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। এর মধ্যে এই সময়ের তুমুল জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন আজ আসছেন চট্টগ্রাম বইমেলায়। দুপুর ৩ টা থেকে রাত ৯ টা অবধি তিনি থাকবেন ‘অন্যধারা’র ১১৭-১১৮ নম্বর স্টলে। এই সময়ের তরুণ লেখকদের মধ্যে পাঠকপ্রিয় এই লেখক ইতোমধ্যে তার আরশিনগর, অন্দরমহল, মানবজনম, নিঃসঙ্গ নক্ষত্র, নির্বাসন ও ছদ্মবেশ উপন্যাসের মাধ্যমে অর্জন করেছেন তুঙ্গস্পর্শি জনপ্রিয়তা। এবারের বইমেলায় এসেছে তার দীর্ঘ কলেবরের উপন্যাস ‘অর্ধবৃত্ত। যা ইতোমধ্যে কলকাতার আন্তর্জাতিক বইমেলা ও ঢাকার অমর একুশে বইমেলায় সাড়া ফেলেছে।
সাদাত হোসাইন বলেন, ‘নানা কারণে চট্টগ্রামের সাথে আমার মায়ার সম্পর্ক। এখানে আমার অনেক অনেক স্মৃতি। আর এসব কারণেই কিনা জানি না, চট্টগ্রামের পাঠকের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, তা অবিশ্বাস্য! তাই বারবার এখানে আসার একটা তেষ্টা বুকে জমে থাকে। এবার দীর্ঘদিন পরে আবার যেন সেই তেষ্টা মেটাবার সুযোগ হচ্ছে। পাঠকদের মতই অধীর আগ্রহে অপেক্ষা করছি আমিও।’

সময়ের আরেক তুমুল জনপ্রিয় লেখক রাসেল রায়হান। আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম আসবেন বলে তিনি নিজেই জানিয়েছেন। সময়ের অনেক জনপ্রিয় লেখকও ওইদিন আসবে বলে জানা যায়। চন্দ্রবিন্দু প্রকাশন থেকে প্রকাশ পেয়েছে রাসেল রায়হানের উপন্যাস ‘অমরাবতী’। মুক্তিযুদ্ধ নিয়ে লেখা এই উপন্যাস ইতোমধ্যে পাঠকপ্রিয়তা পেয়েছে এবং ব্যাপক সাড়া ফেলেছে। মুঠোফোনে রাসেল রায়হান পূর্বকোণকে জানানÑ ‘চন্দ্রবিন্দু প্রকাশনার প্রতি অন্যরকম এক ভালোবাসার টান রয়েছে। যার কারণে চট্টগ্রাম থেকে বই করা। বইমেলায় আগে আসিনি, এবারই প্রথম আসবো; এর আগে এমনি এসেছিলাম।’ চট্টগ্রামের প্রকাশনার মান নিয়ে লেখক আরও বলেন, ‘চট্টগ্রামের অনেক প্রকাশনা এখন ঢাকার চেয়েও ভালো করছে, তাদের বাইন্ডিং, মুদ্রণ ও সম্পাদনা আমাকে রীতিমতো মুগ্ধ করছে। ওভারঅল খুব ভালো।’ পাঠক প্রিয়তা নিয়ে বলেন, ‘ঢাকার পরে চট্টগ্রামেও আমার বেশকিছু পাঠক রয়েছে, তাদের অফুরান ভালোবাসার জন্য এখন থেকে প্রতি বইমেলায় আসার চেষ্টা করবো।’

তৃতীয় চোখ প্রকাশনার প্রকাশক আলী প্রয়াস পূর্বকোণকে জানান, ‘আমাদের প্রকাশনার সুনাম এখন সারাদেশে। চট্টগ্রামে এখন বেশ ভালো ভালো প্রকাশনা গড়ে ওঠেছে। আমাদের কাজ দেখেই সারাদেশের লেখক এখন চট্টগ্রামের প্রকাশনামুখী হচ্ছে, সেটা আমাদের জন্য সুখবর বটে। ইতোমধ্যে লেখক সম্মিলন চলছে সেই সুবাদে আগামী বছর আরও অনেক লেখক চট্টগ্রামমুখী হবে বলে আশা করছি।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট