চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

লেখকের দৃষ্টি বইমেলা

১৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৩:২৯ পূর্বাহ্ণ

মদিনা জাহান রিমি, সময়ের জনপ্রিয় ঔপন্যাসিক। এর মধ্যেই তিনি বেশকিছু বইয়ে জানান দিয়েছেন তার উপস্থিতি। তরুণ এই ঔপন্যাসিকের এবারের উপন্যাস ‘সাইকোদের মতবিনিময় সভা’। প্রকাশ করেছে ‘চন্দ্রবিন্দু প্রকাশন। রিমি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছেন তার লেখনীতে। সেই সুবাদে এবারের উপন্যাসও পাঠকপ্রিয়তা পাচ্ছে। সম্প্রতি লেখকের কাছে পূর্বকোণের পক্ষ হতে বেশকিছু প্রশ্ন রাখা হয়েছিল, তার জবাবে তিনি বেশ ভালোই উত্তর প্রদান করেছেন। পূর্বকোণের পাঠকদের জন্য সেই উত্তর তুলে ধরা হলোÑ সবার বই প্রকাশের প্রয়োজনীয়তা নিয়ে লেখক বলেনÑ

‘কোনো প্রয়োজন নাই। আমি লিখতে ভালোবাসি। কোনো প্রকাশক সেটা প্রকাশ করতে আগ্রহী হলে আমি তো আর ভেংচি কেটে বলতে পারি না ‘প্রয়োজন নাই’। বই প্রকাশের ক্ষেত্রে জটিলতা প্রসঙ্গে জানানÑ ‘কখনো পেতে হয়নি। আমি যে ৩ টি প্রকাশনা প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি প্রত্যেকটি প্রফেশনাল ভাবে দুর্দান্ত কাজ করছে।’
বই বিক্রির বিষয় নিয়ে বলেনÑ ‘যারা হতাশ হন তাদের সাথে সম্ভবত আমার খুব একটা যোগাযোগ নেই। তাই কিছু বলতে পারছি না।’ বই করার ক্ষেত্রে কোন কোন বিষয়কে গুরুত্ব দেয়া প্রশ্নে জানানÑ ‘লেখার মান যেনো ভালো হয়। আর কী লিখছি সেটাও যেনো মাথায় থাকে।’
নতুন লেখকদের উদ্দেশ্যে তিনি বলেনÑ ‘আমি নিজেই তরুণ একজন লেখক। যদি নিজেকে বলতে চাই তাহলে এটাই বলবো, লোকে সব সময় সৃজনশীলতাকে অনুপ্রাণিত করবে না, আমার খুঁজে বের করতে হবে, কারা অনুপ্রাণিত করছে। তাদের সান্নিধ্যে থাকতে হবে। বিষাক্ত মানুষের কথাবার্তা এড়িয়ে চলতে হবে।’
প্রকাশিত বই সম্পর্কে তিনি জানানÑ ‘আমার বইটা একটা উপন্যাস। নাম ‘সাইকোদের মতবিনিময় সভা’। প্রকাশ করেছে চন্দ্রবিন্দু। বইমেলায় স্টল ৬০৭ এবং চট্টগ্রাম বইমেলায়ও চন্দ্রবিন্দুর স্টলে পাওয়া যাচ্ছে।
বইমেলা সম্পর্কে তিনি জানানÑ ‘চট্টগ্রাম আমার প্রিয় শহরের মধ্যে অন্যতম। অবশ্যই ভালো লাগছে তাদের আয়োজন সম্পর্কে জেনে এবং এ ধরনের আয়োজন সবসময় হোক সেটাই চাই।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট