চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে বীর বাহাদুর

পাহাড়ের শিক্ষার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার

নিজস্ব সংবাদদাতা বান্দরবান

১৮ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:৩১ পূর্বাহ্ণ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৬ ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএফ ইমাম আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আমীর মো. নসরুল্লাহ, সিভিল সার্জন ডা. অংশৈ প্রু, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য লক্ষ্মী পদ দাস, অমল কান্তি দাস, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রমুখ। সভায় প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পাহাড়ে শিক্ষার উন্নয়নে সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলেই বান্দরবানে একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘বান্দরবান বিশ্ববিদ্যালয়’ অনুমোদন লাভ করে এবং শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার কথা চিন্তা করে দেশের স্বনামধন্য শিক্ষকদের সমন্ধয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শুরু হয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি পার্বত্য এলাকার শিক্ষার্থীদের উন্নত শিক্ষার লক্ষ্যে দেশের শততম বিশ্ববিদ্যালয় হিসেবে বান্দরবান বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট