চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পুলিশে চাকরি দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ

কাপ্তাইয়ে দুই আ. লীগ নেতাকে বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, কাপ্তাই

১৮ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৪৮ পূর্বাহ্ণ

পুলিশের চাকুরি দেয়ার প্রলোভনে সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন আ. লীগের সভাপতি মংক্য মার্মাকে তার সভাপতি পদ থেকে বহিস্কার করা হয়েছে। কাপ্তাই উপজেলা আ. লীগের সভাপতি অংসুছাইন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল স্বাক্ষরিত এক আদেশপত্র বলে তাকে গতকাল সোমবার সভাপতি পদ থেকে বহিস্কার আদেশ দেয়া হয়েছে।
জানা গেছে, গত বছর ইউনিয়নের জনৈক থোয়াইপ্রু মার্মার ভাতিজাকে পুলিশ কনস্টবল পদে চাকুরী দেয়ার নাম করে মংক্য মার্মা নগদ ৭ লক্ষ ৫০ হাজার টাকা গ্রহন করেন। প্রতিশ্রুতি মোতাবেক চাকুরী না হওয়ায় টাকা ফেরত দিতে বলেন। কিন্তু টাকা ফেরত দিতে গড়িমসি করলে উপজেলা আওয়ামীলীগ কতৃপক্ষের নিকট এ ব্যাপারে গত ২০১৯ সনের ২৯ জানুয়ারি লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে সরে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে উপজেলা আওয়ামী লীগ কর্তৃপক্ষ অন্যায়ভাবে গৃহিত টাকা টাকা ফেরত দেওয়ার জন্য তাগিদ দেন। ফেরত দেয়ার নির্দেশ অমান্য করায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে দলীয় শৃংখলা ভঙ্গ ও ঘুষ বাণিজ্যের দায়ে তাকে সভাপতি থেকে বহিস্কার আদেশ প্রদান করা হয়। একই ঘটনায় যোগসাজস রাখার দায়ে কাপ্তাই উপজেলা আ. লীগ নেতা বিপ্লব মার্মাকেও নেতৃত্বের পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে জানা যায়। জানতে চাইলে বহিস্কৃত সভাপতি মংক্য মার্মা বলেন, বহিস্কার আদেশ দেয়ার মত এখতিয়ার উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের নেই।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট