চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিআইইউতে বসন্ত উৎসব

১৮ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৩৭ পূর্বাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে বসন্ত বরণ উৎসব। উৎসবকে ঘিরে গত কয়েকদিন ধরেই ক্যাম্পাসে ছিলো প্রাণচাঞ্চল্য। ফেসবুক ছিলো আড্ডাবাজদের দখলে। গান, কবিতা কিংবা পিঠা মেলা। অনুষ্ঠান সূচি থেকে বাদ যায়নি কোনো কিছুই। সকাল থেকেই দলে দলে নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে ভীড় করতে থাকেন ছাত্র-ছাত্রীরা। ছেলেরা ছিলেন হলুদ পাঞ্জাবিতে, আর মেয়েরা শাড়িতে। পিছিয়ে নেই তাদের শিক্ষকরাও। সবার অংশগ্রহণে যেনো আরও প্রাণবন্ত হয়ে উঠে এবারের বসন্ত উৎসব। সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বসন্তের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশিয় সংস্কৃতিকে সমুন্নত রাখতে এই ধরণের উৎসব উদযাপনের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে সিআইইউর বিভিন্ন স্কুলের (অনুষদ) ডিন, বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের শুরুতেই ছিলো বসন্তকে ঘিরে রবীন্দ্রনাথের গান ও আবৃত্তি।

এরপর একে একে পরিবেশিত হয় বাঙালির লোকজ গান, পাহাড়ি নৃত্য, আধুনিক কবিতাসহ নানা কিছু। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে ছিলেন আয়মান, মিতু, অনিন্দিতা, রাইয়ান, অমিতাভ, আফরিন, অন্তরা, নিহাব, তাসরিন, রাইদা, ফারিয়া, অতন্দ্রিলা, কেয়া, অদ্রি, অনির্বান, মহিনী, ইফতি, শান্তা প্রমুখ। কৃতী ছাত্রী আতিয়ার প্রাণবন্ত উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের নজর কাড়ে। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট