চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কক্সবাজার সমিতি চট্টগ্রামের মিলন উৎসব ও সংবর্ধনা

বন্দর ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি

১৮ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৩৭ পূর্বাহ্ণ

কক্সবাজার সমিতি চট্টগ্রামের মিলন উৎসব ও সংবর্ধনা গত ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম ক্লাবের ব্যাংকুইট হলে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ ( সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম।

প্রধান অতিথিসহ সংবর্ধিত অতিথিরা বলেন, কক্সবাজার জেলায় এ সরকারের আমলে ধারাবাহিক উন্নয়ন চলছে। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের কাজ চলছে, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের কাজ শেষের দিকে, কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত হয়েছে। আমরা চাই এখন একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়।

বক্তারা আরো বলেন, আমরা আর চট্টগ্রাম বন্দরের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইনা। কক্সবাজারে একটি বন্দর অবশ্যই চাই। সমিতির সাংগঠনিক সম্পাদক এ এন এম সোহাইলের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক নাজেমুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহমদুর রহমান চৌধুরী, মোহাম্মদ আশফাকুর রহমান, শাহাবুদ্দিন শামীম ও এ জে এম গিয়াসুদ্দিন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট