চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কোটি টাকার ক্ষয়ক্ষতি, আহত ৬

বৈলছড়ি বাজারে আগুনে ৯টি দোকান পুড়ে গেছে

নিজস্ব সংবাদদাতা , বাঁশখালী

২২ মে, ২০১৯ | ২:৩২ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার বৈলছড়ি খাঁন বাহাদুর বদি আহমদ চৌধুরী বাজারে গতকাল (মঙ্গলবার) সকাল ৮টার দিকে ভয়াবহ অগ্নিকা-ে ৯টি দোকানঘর পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীদের। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, অগ্নিকা-ে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৩ লক্ষাধিক টাকা হতে পারে। ফায়ার সার্ভিস দলের কাছ থেকে ক্ষতির তথ্য পাওয়া যায়নি। আগুন নেভাতে গিয়ে বাসু দাশ, নেজাম উদ্দিন, কালাম, শহিদুল ইসলাম, আশীষ দাশ, লেদু মিয়া নামে ৬ জন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জানা যায়, বৈলছড়ি খাঁন বাহাদুর বদি আহম্মদ চৌধুরী বাজারে সোহাগু মিয়ার মালিকানাধীন ভাড়াটে ব্যবসা প্রতিষ্ঠানে সকাল সকাল ৮টার দিকে বিদ্যুতের মিটারের সংযোগ স্থল থেকে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়ে চর্তুদিকে ছড়িয়ে পড়ে। আবার কেউ কেউ দোকানের জলন্ত ধূপকাঠির আগুন থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হচ্ছেন, বাসু দাশের কাপড়ের দোকান, নেজাম উদ্দিনের টেইলারিং, ডাক্তার জ্যোতিষময় দাশের ওষুধের দোকান, চিত্ররঞ্জন দাশের প্রসাধনী, লক্ষীপদ দাশের হোমিওপ্যাথ ঔষধের দোকান, লিটন দাশের জুয়েলারি ও হার্ডওয়ার দোকান, আমির হোসেনের কুলিং কর্নার, আশীষ দাশের পান সুপারির গুদাম ঘর। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাসু দাশ বলেন, আগুন মুহূর্তের মধ্যে চুতুর্দিকে ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণের বাইর চলে যায়।
বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুর রহিম বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে। বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) কামাল হোসেন বলেন, অগ্নিকা-ের সংবাদ পেয়ে থানা পুলিশ দল ঘটনাস্থলে আগুন নেভাতে সহায়তা করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ২৩ লক্ষ টাকার হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট