চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফটিকছড়িতে আবু তৈয়ব আলেম-ওলামাদের সর্বোচ্চ সম্মান দিচ্ছে সরকার

নিজস্ব সংবাদদাতা, নাজিরহাট

১৭ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:৪৪ পূর্বাহ্ণ

উপজেলা চেয়ারম্যান হুসাইন মো. আবু তৈয়ব বলেছেন, বর্তমান সরকার আলেম-ওলামাদের সর্বোচ্চ সম্মান ও অগ্রাধিকার দিচ্ছেন। মাদ্রাসার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি চাকরির সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। কওমি সনদকে সরকারি স্বীকৃতি দেয়া হয়েছে। তাই আলেম সমাজের উচিত সরকারের সমালোচনা না করে উন্নয়নের পথকে আরো গতিশীল করা।
জাহানপুর আমজাদিয়া খাদিজাতুল কোবরা (র.) বালক-বালিকা মাদ্রাসার শততম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মোরশেদুল করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জসীম উদ্দিন আহমদ ও মো. হোসেন শহীদ মুফতি। বক্তব্য রাখেন, জয়নাল আবেদীন, মীর মোরশেদ, রাসেদুল হাসান প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট