চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নোয়াপাড়া কলেজে বসন্ত উৎসবে ফজলে করিম এমপি

উৎসবের ঐতিহ্য ধরে রাখার জন্য নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে

নিজস্ব সংবাদদাতা, রাউজান

১৭ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:৪৪ পূর্বাহ্ণ

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বর্ণাঢ্য আয়োজনে রাউজানের নোয়াপাড়া কলেজে বসন্ত ও পিঠা-পুলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
কলেজ মাঠে ১৫ ফেব্রুয়ারি উৎসবের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। উদ্বোধনশেষে কলেজ অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যাপিকা সালসাবিল করিম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গভর্নিং কমিটির সদস্য এস.এ.এম হোসাইন, লায়ন এম. আবু বক্কর সিদ্দিকী, কলেজ উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, জাফর আহমদ, জাহাঙ্গীর সিকদার, মনজুর হোসেন, বাবুল মিয়া মেম্বার, ডা. ফজল করিম বাবুল, আ.লীগ নেতা কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমদ চৌধুরী, এডভোকেট দীপক কান্তি দত্ত, চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, ব্যবসায়ী জসিম উদ্দিন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, দিদারুল আলম, এস.এম.জাহাঙ্গীর আলম সুমন, মহিউদ্দিন ইমন, ছাত্রনেতা সৈয়দ মেজবাহ উদ্দিন প্রমুখ। সভাশেষে প্রধান অতিথি ফজলে করিম উপস্থিত সুধীজনদের সাথে নিয়ে কলেজ মাঠের চারপাশে স্থাপিত শিক্ষার্থীদের পিঠাপুলির স্টলগুলো পরিদর্শন করেন। স্টলগুলোতে হাতের তৈরি হরেক রকমের পিঠা-পুলির পসরা সাজানো হয়। সকাল থেকে কলেজ শিক্ষার্থীদের পোশাক আর ফুলে হলুদ রঙে ছেয়ে যায় কলেজ প্রাঙ্গণ। ফজলে করিম এমপি বলেন, বাঙালির এই বসন্ত এবং পিঠা উৎসবের ঐতিহ্য ধরে রাখার জন্য নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট