চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চিটাগং ট্রাস্ট মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রকৌশলী প্রবীর সেন

শিক্ষার্থীরা দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করবে

১৭ ফেব্রুয়ারি, ২০২০ | ১:২০ পূর্বাহ্ণ

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিতরণ দক্ষিণাঞ্চল) প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেছেন, মেধাবী কোমলমতি শিক্ষার্থীরাই আগামীতে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করবে। আগামী প্রজন্মকে জ্ঞানে-বিজ্ঞানে সমৃদ্ধ করার ব্রতে দি চিটাগং ট্রাস্ট-বাংলাদেশের (সিটিবি) কর্মকা- প্রশংসার দাবি রাখে। তিনি গত ১৪ ফেব্রুয়ারি নগরীর রহমতগঞ্জস্থ জেএম সেন হল প্রাঙ্গণে দি চিটাগং ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ডা. নারায়ণ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন শিল্পপতি তিনকড়ি চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ নাথ, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, উপ-সচিব (অব.) দিলীপ চৌধুরী, উত্তম কুমার শর্মা, বাবুল ঘোষ বাবুন, কাউন্সিলর জহরলাল হাজারী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, অনিতা চৌধুরী, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, দিলীপ কান্তি মল্লিক প্রমুখ। অতিথিবৃন্দ বিভিন্ন শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজবন্ড প্রদান করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট