চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সৌদিআরবে ডেঙ্গু জ্বরে চট্টগ্রামের যুবকের মৃত্যু

কামাল পারভেজ অভি, সৌদিআরব সংবাদদাতা

১৬ ফেব্রুয়ারি, ২০২০ | ১০:২৪ অপরাহ্ণ

সৌদিআরবের মক্কায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোহাম্মদ সেলিম উদ্দিন নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ সেলিম উদ্দিন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের উত্তর ছদাহা দ্দডিহাট এলাকার বাসিন্দা। তার পিতার নাম মরহুম মোহাম্মদ ইউসুফ। তিনি স্হানীয় এলাকার সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ লোকমানের ছোট ভাই।

খোজ নিয়ে জানা যায়,গত ২৮ জানুৃয়ারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।এরপর প্রথামিক ভাবে চিকিৎসা নেয়ার পর একটু সুস্হ হলে গত ৩০ জানুৃয়ারী দেশের উদ্দ্যেশে রওনা হন। জেদ্দা বিমানবন্দরে পৌঁছার পর আবারো হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।তারপর সেখান থেকে তাৎক্ষণিক বিমান কর্তৃপক্ষ টিকেট বাতিল করে তাকে পূনরায় চিকিৎসা নেয়ার পরামর্শ দেন।কিন্তু সেদিন আর তার দেশে ফেরা হলোনা।সে চলে গেছে না ফেরার দেশে। এসময় তার স্বজনেররা তাকে জেদ্দা বিমানবন্দর থেকে সরাসরি মক্কার আল -হেরা হাসপাতালে ভর্তি করানো হয়।সেখানে অবস্থায় অবনতি হলে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ আইসিউতে রাখার পরামর্শ দেন।প্রায় দুইসপ্তাহ আইসিউতে রাখার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার(১৫ ফেব্রুয়ারী) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ বর্তমানে মক্কার স্হানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

 

 

পূর্বকোণ/ অভি-এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট