চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পরিবহন চালক জালালের পরিবারের হাতে দুইলাখ টাকার অনুদান প্রদান

২২ মে, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

২২ এপ্রিল রাতে পটিয়া শিকলবাহা ক্রসিং এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে অমানসিক নির্যাতনের মাধ্যমে শ্যামলী এন আর পরিবহনের চালক জালাল উদ্দিন হত্যাকা-ের পর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কর্তৃক আন্দোলনের এক পর্যায়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ প্রশাসনের হত্যাকা-ের ব্যাপারে ৩০২ ধারায় মামলা নেয়া আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি প্রদান করা হয়েছিল। এছাড়া মানবিক কারণে সিএমপি কমিশনারের পক্ষ থেকে এক লক্ষ টাকা প্রদান ও জেলা প্রশাসকের পক্ষ থেকে এক লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করা হয়েছিল। গত সোমবার বিকালে সিএমপি কমিশনার মাহবুবুর রহমানের প্রদত্ত নগদ এক লক্ষ টাকা তার পক্ষে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. হারুন-উর-রশিদ হাযারী এবং গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক মো.ইলিয়াস হোসেন এক লক্ষ টাকার চেক সর্বমোট দুই লক্ষ টাকা পরিবহণ চালক জালাল উদ্দিনের স্ত্রী এলিনা এবং প্রতিবন্ধী ছেলে ইরফানের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলীয় কমিটির সভাপতি মৃনাল চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, কার্যকরী সভাপতি রবিউল মাওলা, সাধারণ সম্পাদক অলি আহাম্মদ, শ্যামলী এন আর পরিবহনের চট্টগ্রাম মহাব্যবস্থাপক বাবুল আহম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট