চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় তথ্য কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক

নিজস্ব সংবাদদাতা , রাঙ্গুনিয়া

২২ মে, ২০১৯ | ২:১২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় তথ্য কেন্দ্রের আয়োজনে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় তথ্য কেন্দ্রের পরিচিতি ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা গত সোমবার সকালে উপজেলার ইছাখালী জাকিরাবাদ গুচ্ছগ্রামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রোকসানা নারগিছের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, পৌরসভার কাউন্সিলর সিরাজুল ইসলাম, উপজেলা তথ্য কেন্দ্রের তথ্য সহকারী জান্নাতুল নাঈম প্রমুখ। ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে মুক্তি পেতে সবাইকে সচেতন হতে হবে। নারীরা এখন সমাজের বোঝা নয়। তারা দেশের সম্পদ। সরকার নারীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট