চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নিজস্ব সংবাদদাতা, চকরিয়া-পেকুয়া

১৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:১১ পূর্বাহ্ণ

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ১২ ফেব্রুয়ারি।
উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনায়’ অনুষ্ঠিত সভায় পৌরশহরের ভাসমান দোকান উচ্ছেদ করে পুনর্বাসনপূর্বক যানজট নিরসন, ঢেমুশিয়াসহ বিভিন্ন খালভরাট বন্ধে ব্যবস্থা গ্রহণ, যেকোন জুয়া ও মাদকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়াসহ বিভিন্ন প্রস্তাবনা গৃহীত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, মুক্তিযোদ্ধা হাজী আবু মোহাম্মদ বশিরুল আলম, রেডক্রিসেন্টের কমান্ডার নুরুল আবছার, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন, সাহারবিলের চেয়ারম্যার মহসিন বাবুল, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এসএম মঞ্জুর আলম, চকরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট