চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা

শিক্ষাজীবনের সাফল্যেই ভবিষ্যতের উন্নতি

মফস্বল ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:৫৮ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেছেন, শিক্ষাজীবনের সাফল্যের ওপরই নির্ভর করে ভবিষ্যতের উন্নতি।
উত্তর নিশ্চিন্তাপুর নূর ছাফা মেমোরিয়াল হাই স্কুল: নাজিরহাটের নিজস্ব সংবাদদাতা জানান, ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্তাপুর নূর ছাফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত ১১ ফেব্রুয়ারি। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সমিতিরহাট ইউপি চেয়ারম্যান হারুণ অর রশিদের সভাপতিত্বে স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফীন। উদ্বোধক ছিলেন মোহাম্মদ আবুল হোসাইন। প্রধান বক্তা ছিলেন আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসানুল কবির, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী প্রনবেশ মহাজন, ইউপি চেয়ারম্যান শোয়েব আল সালেহীন, জয়নাল আবেদীন, মীর মোরশেদ ও সাইফুল ইসলাম মঞ্জু।

ইসলামিক ফাউন্ডেশন রাউজান: নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলার কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় সম্প্রতি। ফাউন্ডেশনের ফিল্ড সুুপারভাইজার মো. খোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. মুনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ফিল্ড সুপারভাইজার সৈয়দ মোকাম্মেল হক শাহ। মাওলানা আব্দুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা এমএ মতিন, মাওলানা ইয়াছিন, মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ।

পূর্বাশার আলো বোয়ালখালী: উপজেলার পশ্চিম কধুরখীলস্থ হযরত আবদুল হাকিম শাহর (রা.) বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে সম্প্রতি। মাজার প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ সিরাজুল হক। প্রধান অতিথি ছিলেন গোমদ-ী আহমদিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা আহমদুল হক মাইজভা-ারী। সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ওরশ পরিচালনা কমিটির সভাপতি রিদুয়ানুল হক, সাধারণ সম্পাদক শফিউল আলম, আবু তাহের, বদিউল আলম, মো. আবছার, আজিজুল হক, ওসমান গণি, সৈয়দ আরমান, নুর উদ্দিন, খোরশেদ আলম, জাহিদ হাসান, মো. মিজান, জফুর আলম প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট