চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চিটাগাং সিনিয়রস’ ক্লাবে ভালোবাসা দিবসে বক্তারা

ভালোবাসা মানবিক অনুভূতির নাম

১৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:৪৯ পূর্বাহ্ণ

চিটাগাং সিনিয়রস’ ক্লাব লিমিটেডে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত মিলনমেলায় ক্লাবের সদস্যদের পরিবারের উপস্থিতিতে গত শুক্রবার কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ভালোবাসা একটি পবিত্র মানবিক অনুভূতি। এদিনে আমরা পরস্পর পরস্পরের নিবিঢ় সান্নিধ্যে এসে জীবনকে উপলব্ধি করি। ভালবাসা দিবস শুধু প্রেমিক প্রেমিকাদের জন্য নয়, মা, বাবা, পুত্র, কন্যা, ভাই, বোন ও বন্ধুমহল সকলের জন্যই সম্পর্ক অনুযায়ী অন্তরে অন্তরে মিলে মিশে যেতে পারি। অনুষ্ঠানে কেক কাটেন প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরী ও প্রেসিডেন্টের সহধর্মিণী জেব-উন-নেসা চৌধুরী লিজা, অতিথি ও বিশিষ্ট অভিনেত্রী তারিন জাহান, নাট্যকার চয়নিকা চৌধুরী, এয়ার ভাইস মার্শাল সালেহ, বিকাশ চৌধুরী বড়–য়া, ক্যাপ্টেন. সাফায়েত আহম্মদ খান, ভাইস-প্রেসিডেন্ট বেলায়েত হোসেন ও তাঁর সহধর্মিণী মিসেস সানজিদা নাসরিন, মিসেস আমিরুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. কামরুল হুদা ও ডা. মোহাম্মদ সেলিম। সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মো. আবুল বশর, ইঞ্জি. পরিমল কান্তি চৌধুরী, প্রদীপ কুমার দত্ত, এম.আর. দে (এফসিএ), ডা. সরফরাজ খান চৌধুরী, সৈয়দ শামসুল আলম, মোরশেদুল আনোয়ার চৌধুরী, ইঞ্জি. মো. আবুল কাশেম, ডা. ললিত কুমার দত্ত, শামসুল আলম চৌধুরী, প্রদীপ পাল, মো. তৌহিদুল হোসাইন চৌধুরী, মো. জাহিদ হোসেন, মফিজুর রহমান, মির্জা শওকত আলী চৌধুরী, মোহাম্মদ আমিনুল ইসলাম, কাজী মাহ্মুদ ইমাম, মো. আবু তাহের, মির্জা মো. আকবর আলী চৌধুরী, অশেষ কুমার উকিল, এডভোকেট মনতোষ বড়–য়া, ডা. মোহাম্মদ ইমাম হোসেন (রানা), শেখ মোহাম্মদ ইয়াকুব, ডা. ভাগ্যধন বড়–য়া, অমর কৃষ্ণ ভট্টচার্য্য, মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী, এম.এ. বশর, মো. জাহেদুল ইসলাম (মিরাজ), মোহাম্মদ ওসমান ফারুখ চৌধুরী, ডা. শ্রী প্রকাশ বিশ্বাস, সালেহ্ আহম্মদ, মোহাম্মদ মানিক বাবলু, মো. শাহ্জাহান প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট