চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইডিইউতে এক্সেস একাডেমি গ্র্যাজুয়েশন সিরিমনি সম্পন্ন

১৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:৪৯ পূর্বাহ্ণ

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের দুর্বলতা ও তারতম্যগুলো কাটিয়ে তোলার মাধ্যমে উচ্চশিক্ষার জন্য পরিপূর্ণ করে তুলছে এক্সেস একাডেমি। আজ গতকাল শনিবার আয়োজিত হলো এই একাডেমির প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ‘গ্র্যাজুয়েশন সিরিমনি ২০২০’। বিকেল ৩টা থেকে জাঁকজমকপূর্ণ এ আয়োজন শুরু হয়, চলে ৯টা পর্যন্ত। ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের ব্যক্তিপর্যায়ের ঘাটতি দূর করা এবং নৈতিক-যৌক্তিক চিন্তায় পারদর্শী করে তোলা হচ্ছে এই একাডেমিতে। এর ফলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় পাঠ গ্রহণ ও অর্জিত জ্ঞান সমাজে প্রয়োগে আরো সচেতন হয়ে উঠতে পারছে।

প্রচলিত পরীক্ষা ব্যবস্থার পরিবর্তে শিক্ষার্থীদের উন্নতি ও মেধা যাচাইয়ে নেয়া হচ্ছে বিভিন্ন ধরণের কোর্সওয়ার্ক। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ করার প্রবণতা ও নেতৃত্ব তৈরি করাও এর লক্ষ্য। এ অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আহসানুল হক বাশার। তিনি গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন, কর্মজীবনে যে কোনো ব্যক্তিকে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিশতে হলেও, অনেকেই তা পারে না। কিন্তু শিক্ষার্থীদের এ ধরণের নানা সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করছে ইডিইউর এক্সেস একাডেমি। যা শিক্ষার্থীদের পূর্ণ বিকাশে সহযোগিতা করছে। এতে গ্র্যাজুয়েশন স্পিকার হিসেবে আসেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের এক্সেস একাডেমির ডিরেক্টর জন রেমারেক। প্রধান অতিথির উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, উন্নত বিশ্ব বিভিন্ন সামাজিক বিষয়ে বর্তমানে অনেক উন্নত ও প্রগতিশীল আচরণে অভ্যস্ত হয়ে উঠেছে। আমাদের দেশ এক্ষেত্রে এখনো কিছুটা পিছিয়ে আছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, শিক্ষার্থীদের নিজেকে মেলে ধরার অনুকূল পরিবেশ সৃষ্টি করা ও তাদের সমকালীন বিশ্বের উপযোগী মানে গড়ে তোলা আমাদের দায়িত্ব। এ অনুষ্ঠানে ২৫০ জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়। সার্টিফিকেট প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন সমাপ্ত হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট