চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমপি কমল

কক্সবাজারকে অত্যাধুনিক শহর হিসেবে গড়ে তোলা হচ্ছে

নিজস্ব সংবাদদাতা , রামু

২২ মে, ২০১৯ | ২:১২ পূর্বাহ্ণ

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-৩ আসনের সাংসদ আলহাজ সাইমুম সরওয়ার কমল বলেছেন, সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের চলাচল সুবিধার জন্য যেমন রাস্তার উন্নয়ন করা হচ্ছে তেমনি শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশুনার জন্য নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক নতুন নতুন বিদ্যালয় ভবন। সেসাথে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিভিত্তিক জ্ঞান অর্জনের জন্য প্রত্যেক বিদ্যালয়ে দেয়া হচ্ছে ডিজিটাল ল্যাব।
এমপি কমল বলেন, শেখ হাসিনা সরকার আজ দেশের সকল গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে আজ শহরের ছোঁয়া লেগেছে। উন্নয়নের এ মহাযজ্ঞে কক্সবাজারও থেমে নেই।
গত মঙ্গলবার কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
আলহাজ সাইমুম সরওয়ার কমল এমপি আরো বলেন, উচ্চশিক্ষা অর্জনে বিদেশ যেতে আগ্রহী শিক্ষার্থীদের যাতায়াতসহ সকল প্রকার সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট