চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৯ হাজার লিটার ফার্নেস অয়েলসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৩:৪৮ অপরাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর এলাকা থেকে চোরাই পথে আনা ৯ হাজার লিটার ফার্নেস অয়েলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শুলকবহর ফ্লাইওভারের মুখ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পূর্বকোণকে জানান র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ।

গ্রেপ্তার দুইজন হলেন- কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকার আবদুল মোনাফের ছেলে রিজুয়ানুল ইসলাম (৩৫) ও পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার ফয়েজ আহমদের ছেলে মো. রহমান (৩৪)। এদের মধ্যে রিজুয়ানুল ইসলাম এসব চোরাই ফার্নেস অয়েলের মালিক পক্ষের লোক ও মো. রহমান ফার্নেস অয়েলবাহী ট্যাংকারের চালক।

তিনি বলেন, ‘শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে এই ৯ হাজার লিটার ফার্নেস অয়েল নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই ফার্নেস অয়েলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, বিদেশ থেকে চোরাইপথে আনা এসব তেল কর্ণফুলী এলাকা থেকে সীতাকুণ্ড এলাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। দীর্ঘদিন ধরে তারা শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে এসব তেল নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করে আসছিল।’

‘‘এ সময়  তেল বহনকারী একটি ট্যাংকারও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।’’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট